205. চরিত্র মানষের অমূল্য সম্পদ।
ভাবসম্প্রসারণ : চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ
চরিত্র মানবজীবনে মুকুটস্বরূপ। চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। চরিত্রহীনকে সকলেই ঘৃণা করে। চরিত্রহীন ব্যক্তির মানুষ হিসেবে কোনো মূল্য নেই।
চরিত্র মানবজীবনে মুকুটস্বরূপ। চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। চরিত্রহীনকে সকলেই ঘৃণা করে। চরিত্রহীন ব্যক্তির মানুষ হিসেবে কোনো মূল্য নেই।
চারিত্রিক গুণাবলির মধ্য দিয়ে মানুষের জীবনের মহিমা প্রকাশ পায়। চরিত্রবান ব্যক্তি কতকগুলো গুণের অধিকারী হন। সৎ,বিনয়ী, উদার, নম্র, ভদ্র, রুচিশীল, ন্যায়পরায়ণ, সত্যবাদী, নির্লোভ, পরোপকারী ইত্যাদি গুণ চরিত্রবান ব্যক্তিকে দান করে মহত্ত্ব। এসব গুণ যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে পশুরও অধম বলে বিবেচিত হয়। স্বাস্থ্য, অর্থ ও বিদ্যাকে অামরা মানবজীবনের অপরিহার্য উপ্দান হিসেবে বিবেচনা করি। কিন্তু জীবনক্ষেত্রে এগুলোর যতই অবদান থাক না কেন, এককভাবে এগুলোর কোনোটিই তাকে সর্বোত্তম মানুষে পরিণত করতে সক্ষম নয়, যদি সে চরিত্রবান না হয়। চরিত্রের মাধ্যমেই ঘোষিত হয় জীবনের গৌরব। যার পরশে জীবন ঐশ্বর্যমণ্ডিত হয় এবং যার বদৌলতে মানুষ জনসমাজে সম্মানের পাত্র হিসেবে অাদৃত হয়, তার মূলে রয়েছে চরিত্র। চরিত্রবান ব্যক্তি তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজে ও জীবনে শ্রদ্ধাভাজন ও সমাদৃত হন। অন্যদিকে, চরিত্রহীন ব্যক্তিকে কেউ ভালোবাসার দৃষ্টিতে দেখে না, বরং সবাই তাকে ঘৃণা করে। চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়া-মমতা-লোভ-লালসার বন্ধনকে ছিন্ন করে লাভ করেন অপরিসীম শ্রদ্ধা ও অফুরন্ত সম্মান। বলা হয়েছে,
" When money is lost nothing is lost
When health is lost something is lost
But if character is lost, everything is lost''।
অর্থ-বিত্ত-গাড়ি-বাড়ি প্রভৃতির চেয়ে চরিত্র অনেক বড় সম্পদ। অর এ সম্পদ অর্থমূল্যে নয় নৈতিক ও মানবিক পবিত্রতার মানদণ্ডে বিচার করা উচিত। অামাদের সকলেররই চরিত্রবান হওয়ার সাধনা করা উচিত।
বাংলা ভাবসম্প্রসারণ
নিচে থেকে আপনার প্রয়োজনীয় ভাবসম্প্রসারণটি ক্লিক করুন বিস্তারিত দেখতে পাবেন-
No comments