18. একতাই বল।

একতা মানুষের মধ্যে মহাশক্তির সঞ্চয় ঘটায়, পক্ষান্তরে অনৈক্য ব্যক্তি, সমাজ জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনে
মানুষ পারিবারিক জীব। পরিবারের প্রত্যেকে একে অপরের ওপর নির্ভরশীল। এই পরস্পরের ওপর নির্ভরশীলতা থেকে গড়ে উঠেছে মানবসমাজ; মানুষের একতাবোধ। মানুষকে সব সময় প্রতিকূল পরিবেশের
মধ্যে জীবন যাপন করতে হয়। তার শত্রুর শেষে নেই। প্রতিকূল পরিবেশে শত্রুর মোকাবিলা করার জন্য মানুষের দরকার সংঘবদ্ধ শক্তির
একতাবদ্ধ জীবনে আছে নিরাপত্তার নিশ্চয়তা। ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই পদানত করতে পারে না। একতার কল্যাণ প্রতিফলিত হয় ব্যক্তি জাতীয় জীবনেও। একজনে যে কাজ করতে পারে, দশজনে তার বহুগুণ কাজ করা সম্ভব। এভাবে জাতি একতার গুণে বড় হয়। আজকের বিশ্বে যারা উন্নত সমুদ্ধ জাতি হিসেবে পরিচিত তারা নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ হয়েছে। যে জাতি ঐক্যবদ্ধ নয়, সে জাতির উন্নতি অসম্ভব
ব্যক্তির ক্ষেত্রে বন্ধুবান্ধবহীন নিঃসঙ্গ জীবন যেমন বিভ্রান্তিকর, তেননি একতাহীন জাতির ধ্বংস অনিবার্য। ব্যক্তিজীবনে স্বার্থে, জাতীয় জীবনের কল্যাণে এবং মানবজাতির মঙ্গলের জন্য মানুষের একতাবদ্ধ থাকা একান্ত অপরিহার্য
ব্যক্তিজীবনের স্বার্থে, জাতীয় জীবনের কল্যাণে এবং মানবজাতির মঙ্গলের জন্য মানুষের একতাবদ্ধ থাকা একান্তই অপরিহার্য

3 comments:

Powered by Blogger.