187. সুসময়ে বন্ধু বটে অনেকের হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়।

জীবনে চলার পথ সহজ নয়। পদে পদে মানুষকে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। মানুষের জীবন সবসময় একরকম থাকে না। সুখ-দুঃখ দুটোই জীবনের নিত্য সঙ্গী। তাই জীবনে সুসময় যেমন আসে তেমনি দুঃসময়ও আসে। ভালো সময়ে মানুষের চারপাশে শুভাক্সক্ষীর অভাব হয় না। কিন্ত দুঃসময়ে তাদের দেখা পাওয়া যায় না। সুসময়ে চারপাশে মৌমাছির মতো মধু নিতে আসে অসংখ্য মানুষ। প্রকৃত বন্ধু চেনা যায় বিপদের সময়। বিপদে যে ব্যক্তি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু। দুঃসময়ের বন্ধুই আসল বন্ধু।
দুঃসময়ে যেসব বন্ধুর সাহায্য পাওয়া না যায়, সুসময়ে সেসব বন্ধুর কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে স্বার্থপর মানুষের সংখ্যাই বেশি। বেশিরভাগ মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে সুবিধা পাওয়ার জন্য। এই সমস্ত স্বার্থপর বন্ধুগুলোকে চেনা যায় বিপদকালীন সময়ে। বিপদের সময় স্বার্থপর বন্ধুকে খুঁজে পাওয়া যায় না। জীবনে চলার পথে সব বন্ধুদের পরামর্শ নিয়ে চলতে হয় যারা দুঃসময়ে পাশে থাকে। সুসময়ের বন্ধুদেরকে কবুতরের সাথে তুলনা করা যেতে পারে। যতক্ষণ ধান ছিটানো হয় কবুতর ততক্ষণ মানুষের কাছাকাছি থাকে। কিন্তু ধান শেষ হয়ে গেলেই সে আকাশে উড়ে যায়। স্বার্থপর মানুষের বৈশিষ্ট্যও তেমনি। টাকা পয়সা খরচ করলে চারদিকে বন্ধুর অভাব হয় না। কিন্তু যখনই কারো টাকা শেষ হয়ে যায়, খরচ করার মতো অবস্থা থাকে না তখন আর এইসব বন্ধুদের খুঁজে পাওয়া যায় না
শিক্ষা: মানুষের সুসময়ে অনেক বন্ধু-বান্ধব থাকলেও তারা সবাই প্রকৃত বন্ধু নয়। সেই বন্ধুই প্রকৃত যে মানুষের বিপদের সময় পাশে দাড়াঁয়। তাই জীবনে চলার পথে প্রকৃত বন্ধুকে খুজে নিতে হবে

No comments

Powered by Blogger.