191. স্পষ্টভাষী শত্রু, নির্বাক মিত্র অপেক্ষা ভালো ।
একজন ভালো বা প্রকৃত বন্ধু প্রতিটি মানুষের জীবনেই কাম্য। প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য হচ্ছে, আনন্দ-বেদনায়, সুখে-দুঃখে, বিপদে-আপদে, কষ্ট-হতাশায় সব সময় সে বন্ধুর পাশে থাকে। মানুষ যখন বিপথে চলে যায়, তখন একজন প্রকৃত বন্ধু তাকে পথে ফিরিয়ে আনে। কিন্তু অনেক সময় দেখা যায়, বন্ধুত্ব নষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধুর খারাপ দিকগুলো অন্য বন্ধু ধরিয়ে দেয় না। নির্বাক দর্শকের ভূমিকা পালন করে।
ফলে সে ভুল পথে পরিচালিত হয়, নিজেকে শুধরিয়ে নিতে পারে না। এতে ঐ বন্ধুর চরম ক্ষতি সাধন হয়। স্পষ্টবাদিতা মানুষের অন্যতম মহৎ গুণ, যা নির্বাক বন্ধুর থাকে না। স্পষ্টভাষী শত্রু স্পষ্টভাবে তার খারাপ দিকগুলো তাকে ধরিয়ে দেয় বা খারাপ দিকগুলোর সমালোচনা করে। এতে সে তার ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসতে পারে। মন্দ ব্যাপারগুলো বুঝতে পেরে নিজেকে শুধরিয়ে নিতে পারে। তাই বলা চলে স্পষ্টভাষী শত্রুই প্রকৃত বন্ধু।
ফলে সে ভুল পথে পরিচালিত হয়, নিজেকে শুধরিয়ে নিতে পারে না। এতে ঐ বন্ধুর চরম ক্ষতি সাধন হয়। স্পষ্টবাদিতা মানুষের অন্যতম মহৎ গুণ, যা নির্বাক বন্ধুর থাকে না। স্পষ্টভাষী শত্রু স্পষ্টভাবে তার খারাপ দিকগুলো তাকে ধরিয়ে দেয় বা খারাপ দিকগুলোর সমালোচনা করে। এতে সে তার ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসতে পারে। মন্দ ব্যাপারগুলো বুঝতে পেরে নিজেকে শুধরিয়ে নিতে পারে। তাই বলা চলে স্পষ্টভাষী শত্রুই প্রকৃত বন্ধু।
শিক্ষা: নির্বাক বন্ধু অপেক্ষা একজন স্পষ্টভাষী শত্রু ভালো। কারণ স্পষ্টবাদী শত্রু একজন প্রকৃত মহৎ বন্ধুর ভূমিকাই পালন করে থাকে। তাই মানুষের জীবনে নির্বাক বন্ধু অপেক্ষা, একজন স্পষ্টভাষী শত্রুই কাম্য।
No comments