144. মৃত্যুই কেবল উৎকোচ গ্রহণ করে না।

পৃথিবীর যে বিষয়টির ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই তা হলো মৃত্যু। মৃত্যুর বিভিন্ন দিক সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। তা সত্ত্বেও প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশসমূহের মধ্যে মৃত্যুর অনিবার্যতা অস্বীকার করার প্রবণতা রয়েছে। মৃত্যুকে অনিবার্য হিসাবে গ্রহণ করা প্রকৃতির কাছে মানুষের নতি
স্বীকারের শামিল। তাই লক্ষ্য করা যায় বয়ঃবৃদ্ধির প্রক্রিয়া রহিতকরণের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে মৃত্যুকে জয় করার চেষ্টায় মানুষ তৎপর। তবে জীবনকে দীর্ঘমেয়াদী করার যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও তাকে মানতেই হবে যে, মৃত্যুই সর্বক্ষেত্রে শেষ পর্যন্ত বিজয়ী হবে। পবিত্র কোরিআন শরীফে মহান আল্লাহ তাআলা বলেছেনÑ ‘প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে (সূরা- মায়িদা-২৯) মৃত্যুবরণ নিশ্চয়ই কোনো তুচ্ছ বিষয় না। যার জন্ম আছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা যদি তার মর্ম উপলব্ধি করি এবং মৃত্যু সম্পর্কে আলোচনা করি, তাহলে সার্থক জীবনযাপন করতে পারব। ইসলামধর্ম মতে মৃত্যুর মাধ্যমে পার্থিব জীবনের অবসান হলেও মানব অস্তিত্বের অবসান ঘটে না। হিন্দুধর্ম মতে মোক্ষ লাভের মাধ্যমে পবিত্র সত্ত্বার মর্যাদায় উপনীত না হওয়া পর্যন্ত বারবার পৃথিবীতে আগমন করে কর্মের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ করতে হবে। বৌদ্ধধর্ম মতে প্রতিটি প্রাণী পৃথিবীতে ফিরে আসে এবং কর্মের মাধ্যমে নির্বাণ লাভ করে। ইসলাম ধর্ম, ইহুদি খ্রিস্টানধর্মের সাথে একমত যে, মানুষের পুনর্জন্ম পুনর্মৃত্যু হবে না। প্রত্যেক ধর্মেই মৃত্যুর  কথা বলা হয়েছে। মৃত্যুকে কোনো প্রকার তদবির কিংবা চেষ্টা দ্বারা ঠেকানো যাবে না। তাই কারো চিন্তা করার অবকাশ নেই যে কারো জীবনে মৃত্যু আসবে না
শিক্ষা: মৃত্যুর স্বাদ সকলকেই নির্ধারিত সময়ে গ্রহণ করতে হবে। এটাকে উপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকের উচিত সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা

No comments

Powered by Blogger.