164. রাতে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা।

প্রকৃতির স্বাভাবিক নিয়মানুসারে প্রতিদিন সূর্য অস্ত যায়, রাত্রি নামে পৃথিবীর বুকে। অগণিত নক্ষত্র রাতের আকাশে মোহনীয় রূপে আবির্ভূত হয়। তখন কেউ যদি রাতের সৌন্দর্যকে উপভোগ না করে সূর্য শোকে কাতর বিমর্ষ হয়ে পড়ে, তবে সূর্য তো ফিরে পায়ই না, বরং রাত্রির আকাশে তারকারাজি ছায়াপথের সৌন্দর্য এবং আলো-ছায়ার খেলার মাধুর্য দর্শন থেকেও বঞ্চিত হয়। তখন মানুষ দুকূলই হারায়।
মানুষের জীবনে সুখ-দুঃখ আসে পর্যায়ক্রমে। সময়ের কালস্রোতে মানুষের জীবন-যৌবন, ধন-মান সবই ভেসে যায়। কালগর্ভে যা বিলীন হয়েছে তা আর ফিরে আসে না। অতীতের দিনগুলো যত মধুর, যত আনন্দঘনই হোক না কেন, বর্তমানে তার জন্য আফসোস করে কোনো লাভ নেই। অতীতের চিন্তায় মগ্ন থাকলে বর্তমানে যতটুকু সুখ আনন্দ লাভের সুযোগ পাওয়া যায়, তাও নষ্ট হয়ে যায়। তাই অতীতের সুখের কথা স্মরণ করে বৃথা সময় নষ্ট না করে বর্তমানকে পরিপূর্ণভাবে উপভোগ করার চেষ্টা করতে হবে। বর্তমানের কাছ থেকে যতটা সম্ভব সুখ আনন্দ লাভের উপকরণ আদায় করে নিতে হবে। আমাদের মনে রাখতে হবে। যে সময় অতিবাহিত হয়ে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না। অতীতের আশায় মশগুল থেকে বর্তমানকে উপেক্ষা করাও বুদ্ধিমানের কাজ নয়। যারা অতীতের জন্য হা-হুতাশ করে, তাদের জীবন ব্যর্থতা হতাশায় আচ্ছন্ন হয়। তাই অতীতের সুখ-স্বপ্নে বিভোর না থেকে বর্তমানকে সহজভাবে মেনে নিয়ে তাকে পরিপূর্ণ কাজে লাগাতে হবে এবং জীবনকে উপভোগ করতে হবে। অতীতের অভিজ্ঞতার আলোকে বর্তমানকে নির্মাণ করে জীবনকে সমৃদ্ধ করাই বুদ্ধিমানের কাজ
শিক্ষা: সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই যা চলে গেছে, তাকে নিয়ে আফসোস না করে বর্তমানকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে

No comments

Powered by Blogger.