197. সংসারে সংসারী সাজ কর নিত্য নিজ কাজ।

মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে মানুষকে সমাজে বসবাস করতে হয়। আর সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমরা যারা শিক্ষার্থী তাদের কর্তব্য হলো পড়াশুনা ঠিক মতো করা। শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রদের সময় মতো পড়ানো পড়া আদায় করা এবং পরীক্ষা নেয়া। ছাত্র শিক্ষক উভয়ে তাদের দায়িত্ব কর্তব্য পালন করলে সামগ্রিক উন্নয়ন ঘটবে।
সমাজ অগ্রসর হবে, দেশ উন্নত হবে। ছাত্র-শিক্ষকের মতোই সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন অবস্থানে মানুষ অবস্থান করে। তাদের নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা ঠিক নয়। সবারই মধ্যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। মানুষকে নিজের কাজ করতে হবে। অন্য একজন কাজ করল কি-না তা সমালোচনা না করে নিজের কাজে মনোনিবেশ করতে হবে। দায়িত্বশীলতার সাথে সবাই তার নিজ নিজ কাজ করলে দেশ উন্নত হবে। আজ চীন, জাপান, সুইজারল্যান্ড, আমেরিকা, কানাডা মালয়েশিয়ার মতো দেশ উন্নত দেশ বলে স্বীকৃত। যদি আমরা খোঁজ নেই তাহলে দেখব যে, সকল রাষ্ট্রের মানুষ অনেক দায়িত্বশীল কর্তব্য পরায়ন। নিজ দায়িত্ব কর্তব্য পালন করলে শ্রেষ্ঠত্বের আসনেও আসীন হওয়া যায়। ক্ষেত্রে রাষ্ট্র নায়কদের সুধী সমাজকে বিশেষ ভূমিকা পালন করতে হয়। তাই সংসারে প্রত্যেকের যে কাজই থাকুক না কেন, নিত্য তাদেরকে সেই কাজ করতে হবে। দেশকে উন্নতির শিখরে আরোহণ করতে সহযোগিতা করতে হবে
শিক্ষা: দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে নিজেকে মহৎ করা যায়। সমাজ দেশকে উন্নতির শিখরে আরোহণে সহযোগিতা করা যায়
বাংলা ভাবসম্প্রসারণ
নিচে থেকে আপনার প্রয়োজনীয় ভাবসম্প্রসারণটি  ক্লিক করুন বিস্তারিত দেখতে পাবেন-



No comments

Powered by Blogger.