176. সবলের পরিচয় আত্মপ্রসারে, আর দুর্বলের স্বস্তি আত্মগোপনে।
দৃঢ়চিত্তের অধিকারী ব্যক্তিরা নিজেদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সফল হন। আত্মবিকাশ বা আত্মপ্রকাশের মাধ্যমে তিনি নিজেদেরকে সবার সামনে তুলে ধরেন। সবলেরা শুধু নিজেকে নিয়ে ভাবেন না। সততা, জ্ঞান, মেধা, দায়িত্ববোধ, ইত্যাদি সকলের মধ্যে তারা ছড়িয়ে দিতে চান। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে, জীবনের প্রকৃত সার্থকতা খুজে নিতে চান তারা। যুগে যুগে যারা বিখ্যাত হয়েছেন, তারা সকলেই তাদের
জ্ঞান, উপলদ্ধি, দর্শন, অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে মানুষকে দিয়েছে মুক্তির স্বাদ। সমাজ এবং মানুষের কাছে তারা মহাপুরুষ হিসেবে পরিচিত লাভ করেছেন। কর্মের মাধ্যমে মানুষ নিজের যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করে আত্মপ্রসার ঘটায়। আত্মবিশ্বাস এবং আত্মশক্তি মানুষকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। অপরপক্ষে দুর্বল মানুষেরা নিজেদেরকে সব সময় আড়াল করে রাখতে চায়। জীবনযুদ্ধে নামতে ভয় পায়। তারা বারবার পরাজিত হয় এবং অকালে ঝরে পড়ে। দুর্বল চিত্ত্বের অধিকারী মানুষ সমাজ এবং দেশের বোঝা স্বরূপ। এরা অলস এবং অকর্মণ্য জীবনযাপনের মাধ্যমে নিজেদের ধ্বংস ডেকে আনে। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র বলেন- “কাপুরুষেরা মরার আগে বহুবার মরে।” দুর্বল চিত্তের লোকেরা ভাবে যে, তাদেরকে দিয়ে সফলতা অর্জন সম্ভব নয়। ফলে তারা আত্মগোপন করে থাকতে স্বস্তিবোধ করে।
জ্ঞান, উপলদ্ধি, দর্শন, অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে মানুষকে দিয়েছে মুক্তির স্বাদ। সমাজ এবং মানুষের কাছে তারা মহাপুরুষ হিসেবে পরিচিত লাভ করেছেন। কর্মের মাধ্যমে মানুষ নিজের যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করে আত্মপ্রসার ঘটায়। আত্মবিশ্বাস এবং আত্মশক্তি মানুষকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। অপরপক্ষে দুর্বল মানুষেরা নিজেদেরকে সব সময় আড়াল করে রাখতে চায়। জীবনযুদ্ধে নামতে ভয় পায়। তারা বারবার পরাজিত হয় এবং অকালে ঝরে পড়ে। দুর্বল চিত্ত্বের অধিকারী মানুষ সমাজ এবং দেশের বোঝা স্বরূপ। এরা অলস এবং অকর্মণ্য জীবনযাপনের মাধ্যমে নিজেদের ধ্বংস ডেকে আনে। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র বলেন- “কাপুরুষেরা মরার আগে বহুবার মরে।” দুর্বল চিত্তের লোকেরা ভাবে যে, তাদেরকে দিয়ে সফলতা অর্জন সম্ভব নয়। ফলে তারা আত্মগোপন করে থাকতে স্বস্তিবোধ করে।
শিক্ষা: অলসতা থেকে এক সময় হতাশা ও ব্যর্থতার সৃষ্টি হয়। তাই অলসতা পরিহার করতে হবে এবং কাজের মধ্য দিয়ে নিজেকে যোগ্য ও দক্ষ গড়ে তুলতে হবে। পরিশ্রমের মাধ্যমে আত্মপ্রসার ঘটিয়ে মানব জীবনের সকল ব্যর্থতাকে জয় করতে হবে ।
No comments