108. ফুলের বাগান সবার মনেই আছে ফুল ফোটাতে সবাই নাহি পারে।
মানুষের জীবন ফুল বাগানের মতো। বাগানে গাছ লাগালেই কাজ শেষ হয়ে যায় না। বাগানের পরিচর্যা না করা হলে তা জঙ্গলে পরিণত হয়। আগাছা বাগানের সৌন্দর্য নষ্ট করে দেয়। বাগানের লাগানো গাছ মালির নিবিড় পরিচর্যায় সৌন্দর্য ছড়ায়। তেমনি বিধাতা প্রদত্ত মানবিক গুণাবলী উপযুক্ত জ্ঞান ও অধ্যবসায় দ্বারা জাগিয়ে তোলার মধ্যেই রয়েছে সার্থকতা। মানুষ মাত্রই সুন্দরের পূজারী। কিন্তু সুন্দর কিছু কল্পনা করা সহজ
হলেও বাস্তবে তা অর্জন করা কঠিন। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও নিরলস সাধনা। মানুষের মানবিক গুণাবলীর যথাযথ বিকাশ সাধন হলে জীবন হবে ফুলের মতো। ফুল বাগান ফুলে ফুলে ছেয়ে আছে দেখে সবারই ভালো লাগে। তবে এই সৌন্দর্য এমনি এমনি সৃষ্টি হয় না। এর পেছনে থাকে ফুল বাগানের মালির ধারাবাহিক কর্মপ্রচেষ্টা। উপযুক্ত পরিচর্যার অভাবে যেমন ফুল বাগানে ফুল ফোটে না তেমনি উপযুক্ত জ্ঞান ও অধ্যবসায়ের অভাবে মানুষের গুণাবলী অঙ্কুরে বিনষ্ট হয়। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ ও পশুর মধ্যে পার্থক্য হলো মানুষের মানবিকতা ও চিন্তাশক্তি আছে আর পশুর তা নেই। এই মানবিকতা যখন অকার্যকর হয়ে যায় তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তারা স্বল্প পরিশ্রমে সুখ লাভ করতে চায়। কিন্তু ভালো কিছু পেতে হলে প্রয়োজন ধৈর্য, সাধনা ও ত্যাগ। মানুষের মনের সৌন্দর্য ও স্বার্থকতা যথাযথভাবে বিকশিত করতে শিক্ষা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।
শিক্ষা: ফুলের বাগান যেমন যত্নে ও পরিচর্যার মাধ্যমে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে তেমনি পরিশ্রম, ধৈর্যের মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটলে মানুষের জীবন সার্থক হয়।
No comments