15.আছে যাহা আপন হাতে, নিত্য খুশি থাকো তাতে পরদ্রব্যে করলে আশা, দুঃখ পাবে সর্বনাশা।
মানুষ বাঁচার প্রয়োজনে প্রতিনিয়ত অসংখ্য মৌলিক চাহিদার সম্মুখীন হয়। অর্থনীতির ভাষায়- ‘মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত’। সুতরাং, মানুষকে নিজের যা কিছু আছে তা দিয়েই অসীম অভাব পূরণের চেষ্টা করতে হবে। অভাববোধ থেকেই মানুষের মধ্যে চাওয়ার প্রবণতা জন্ম নেয়। তবে আকাক্সক্ষা ও প্রাপ্তির একটা সীমা থাকা দরকার। চাওয়ার প্রবণতা নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই জীবনে বিপদ নেমে আসে। অল্পতেই মানুষকে তুষ্ট থাকা উচিত। নিজের যা কিছু আছে তাতেই তাকে সন্তুষ্ট থাকতে হবে। অভাববোধকে যদি কেউ
নিয়ন্ত্রণ করতে না পারে তখনই সংকটের সৃষ্টি হয়। তখন অতৃপ্ত জীবনকে পরিপূর্ণতা দানের জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। ক্রমেই সে অন্যায় পথে পা বাড়ায়, অপরের ক্ষতি করে এবং নিজেকে সমাজের চোখে ছোট করে। লোভে পতিত হলে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে লিও টলস্টয়ের গল্পের নায়ককে আদর্শ উদাহরণ বলা যায়। সূর্যাস্ত পর্যন্ত যতটুকু যেতে পারবে ততোটুকু জমির স্বত্ত্বাধিকারী করার কথা তাকে বলা হয়েছিল। পথ চলতে চলতে সে একসময় ক্লান্ত হয়ে যায়। কিন্তু আরও পাওয়ার লোভে আসক্ত হয়ে আবার হাটতে শুরু করে। এক সময় তার জীর্ণশীর্ণ শরীর মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এতে বোঝা যায়, লোভে সম্মোহিত হয়ে মানুষ নিজেরই ধ্বংস ডেকে আনে। কথায় আছে ‘লোভে পাপ আর পাপে মৃত্যু’। যারা অল্পে তুষ্ট তারা ন্যায়নিষ্ঠা ও সুন্দর জীবনযাপন করতে পারে। যারা নিজেদেরকে ভোগের তাড়নার ঊর্ধ্বে রাখতে পারে তারা নিজেদের জীবনে এবং অপরের জীবনেও মঙ্গল বয়ে আনতে পারে। আর যারা নিজেদের অল্প সম্পদে তুষ্ট না থেকে লোভে পড়ে অন্যের সম্পদ আশা করে তাদের ধ্বংস অনিবার্য।
নিয়ন্ত্রণ করতে না পারে তখনই সংকটের সৃষ্টি হয়। তখন অতৃপ্ত জীবনকে পরিপূর্ণতা দানের জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। ক্রমেই সে অন্যায় পথে পা বাড়ায়, অপরের ক্ষতি করে এবং নিজেকে সমাজের চোখে ছোট করে। লোভে পতিত হলে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে লিও টলস্টয়ের গল্পের নায়ককে আদর্শ উদাহরণ বলা যায়। সূর্যাস্ত পর্যন্ত যতটুকু যেতে পারবে ততোটুকু জমির স্বত্ত্বাধিকারী করার কথা তাকে বলা হয়েছিল। পথ চলতে চলতে সে একসময় ক্লান্ত হয়ে যায়। কিন্তু আরও পাওয়ার লোভে আসক্ত হয়ে আবার হাটতে শুরু করে। এক সময় তার জীর্ণশীর্ণ শরীর মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এতে বোঝা যায়, লোভে সম্মোহিত হয়ে মানুষ নিজেরই ধ্বংস ডেকে আনে। কথায় আছে ‘লোভে পাপ আর পাপে মৃত্যু’। যারা অল্পে তুষ্ট তারা ন্যায়নিষ্ঠা ও সুন্দর জীবনযাপন করতে পারে। যারা নিজেদেরকে ভোগের তাড়নার ঊর্ধ্বে রাখতে পারে তারা নিজেদের জীবনে এবং অপরের জীবনেও মঙ্গল বয়ে আনতে পারে। আর যারা নিজেদের অল্প সম্পদে তুষ্ট না থেকে লোভে পড়ে অন্যের সম্পদ আশা করে তাদের ধ্বংস অনিবার্য।
শিক্ষা: সন্তুষ্টি এবং তৃপ্তিবোধই আমাদেরকে সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করে। নিজের সম্পদে তুষ্ট থাকাতেই প্রকৃত সুখ নিহিত। অন্যের সম্পদের প্রতি লোভ করলে চরম দুঃখে নিপতিত হতে হয়।
No comments