116. বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।

বিদ্যার সাথে মানব জীবনের সম্পর্ক অবিচ্ছেদ্য। কারণ বিদ্যা মানবজীবনের অজ্ঞতা, কুসংস্কার হৃদয়ের অন্ধকার দূর করে। মানবজীবনকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। বিদ্যাহীন মানুষ কখনোই সত্য আলোর পথ দেখতে পারে না। ফলে তারা অন্ধের মতো বসবাস করে। একমাত্র বিদ্যার আলোয় মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। বিদ্যার আলোয় সে অজ্ঞতা সংকীর্ণতার অন্ধকার থেকে মুক্তি পায়। সেই
আলোয় সমাজ, জাতি, দেশ হয় উপকৃত। তাই মানবজীবনের সাথে বিদ্যার সম্পর্ক অপরিহার্য। বিদ্যাহীন জীবনকে অন্ধের জীবনের সাথে তুলনা করা যায়। তবে অর্জিত বিদ্যাকে জীবনমুখী হতে হয়, জীবন বিবর্জিত নয়। বিদ্যা জীবনমুখী না হলে তা মানুষ, দেশ জাতির কোনো উপকারে আসে না। তাই বিদ্যার সাথে জীবনের নিবিড় সম্পর্ক থাকা চাই। যে বিদ্যা কেবল সার্টিফিকেট সর্বস্ব তার কোনো মূল্য নেই। বিদ্যা দেশ জাতির কোনো উপকারে আসে না। বস্তুত যে বিদ্যার সাথে বাস্তব জীবনের সম্পর্ক নেই, সে বিদ্যা কখনো ফলপ্রসূ হতে পারে না। তাই জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যে বিদ্যার সেটাই আসল বিদ্যা। বিদ্যা জীবনকে সুন্দর গতিশীল করার পাশাপাশি সমাজকে উন্নত করার প্রয়াস চালায়। তাই ব্যক্তিজীবন সমাজজীবনের বিকাশের জন্য বিদ্যাকে জীবনঘনিষ্ঠ বাস্তবানুসারী করে তুলতে হবে
শিক্ষা: জীবনকে গতিময়, বাস্তব কর্মমুখী করতে হলে যেমন বিদ্যার্জন অত্যাবশ্যক তেমনি অর্জিত বিদ্যাও হতে হবে জীবনের সঙ্গে সম্পৃক্ত

No comments

Powered by Blogger.