80. দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি ?
দিন-রাত যেমন এক সাথে গাঁথা, ভাল-মন্দ, সত্য-মিথ্যা তেমনি একই সাথে গাঁথা। মন্দ ছাড়া ভালো অর্থহীন, মিথ্যা ছাড়া সত্য অর্থহীন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা, কুপথে চলে যাবার ভয়ে জীবনের পথে বের হতে চান না। তারা তাদের চারপাশে সব দ্বার রুদ্ধ করে দিয়ে শুধু সত্যের, চর্চা করতে চান। কিন্তু তারা বুঝতে পারেন না, এভাবে কখনও সত্যকে ধরা যায় না। সত্য কখনও নিজে নিজে কারও
জীবনে ধরা দেয় না। যে মানুষ মিথ্যাকে চেনে না, মন্দকে চেনে না, সে কখনো সত্যের মূল্য বুঝতে পারে না। সে ভালোর মর্ম অনুধাবন করতে পারে না। সাতাঁর শিখতে হলে যেমন পানিতে নামতে হয়, তেমন জীবনে সত্য ও সুন্দরের বিকাশ ঘটাতে চাইলে সত্য-মিথ্যা, ভাল-মন্দ প্রভৃতি অভিজ্ঞতার পথে জীবনকে চালিত করতে হয়। ভালো-মন্দ, সত্য-মিথ্যা, সুন্দর-অসুন্দর, পাপ-পুণ্য সব পাশাপাশি বিচরণ করবে সেটাই স্বাভবিক। সত্যিকারে খাঁটি মানুষ যে, সেই তো মিথ্যার কুহক থেকে সত্যকে টেনে বের করে আনবে। সে জন্যে জীবনে বাস্তব অভিজ্ঞতার দরকার। মন্দের কদর্য যার অজানা, ভালোর সৌন্দর্য উপলদ্ধি করা তার পক্ষে মোটেই সম্ভব না। কুহকের ভয়ে যে জীবন দ্বার রুদ্ধ করে রাখে, বাস্তবের সাথে তার জীবনের কোনো সংযোগই ঘটে না। সুতরাং তার পক্ষে কখনই সত্য দিয়ে জীবন সুসজ্জিত করা সম্ভব নয়। তাই সত্যকে পেতে গেলে মিথ্যার অভিজ্ঞতা প্রযোজন।
জীবনে ধরা দেয় না। যে মানুষ মিথ্যাকে চেনে না, মন্দকে চেনে না, সে কখনো সত্যের মূল্য বুঝতে পারে না। সে ভালোর মর্ম অনুধাবন করতে পারে না। সাতাঁর শিখতে হলে যেমন পানিতে নামতে হয়, তেমন জীবনে সত্য ও সুন্দরের বিকাশ ঘটাতে চাইলে সত্য-মিথ্যা, ভাল-মন্দ প্রভৃতি অভিজ্ঞতার পথে জীবনকে চালিত করতে হয়। ভালো-মন্দ, সত্য-মিথ্যা, সুন্দর-অসুন্দর, পাপ-পুণ্য সব পাশাপাশি বিচরণ করবে সেটাই স্বাভবিক। সত্যিকারে খাঁটি মানুষ যে, সেই তো মিথ্যার কুহক থেকে সত্যকে টেনে বের করে আনবে। সে জন্যে জীবনে বাস্তব অভিজ্ঞতার দরকার। মন্দের কদর্য যার অজানা, ভালোর সৌন্দর্য উপলদ্ধি করা তার পক্ষে মোটেই সম্ভব না। কুহকের ভয়ে যে জীবন দ্বার রুদ্ধ করে রাখে, বাস্তবের সাথে তার জীবনের কোনো সংযোগই ঘটে না। সুতরাং তার পক্ষে কখনই সত্য দিয়ে জীবন সুসজ্জিত করা সম্ভব নয়। তাই সত্যকে পেতে গেলে মিথ্যার অভিজ্ঞতা প্রযোজন।
শিক্ষা: জীবনকে আলোকিত করার জন্যই অন্ধকারকে জানতে হয়। তাই সত্যের পথে থাকতে গিয়ে মিথ্যার ভয়ে জীবন দ্বার রুদ্ধ করা সঠিক সিদ্ধান্ত নয়।
No comments