182. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো, তোমায় ভালবেসে।
প্রতিটি মানুষ তার মাতৃভূমিকে হৃদয় দিয়ে ভালোবাসে। জন্মর পর থেকেই মানুষ তার প্রিয় জন্মভূমির রূপ, রস, গন্ধ, বর্ণ উপভোগ করে। জন্মভূমির অবারিত আলো হাওয়ায় বেড়ে ওঠে। জন্মভূমির জলে-ডাঙ্গায় হেসে খেলে মানুষ শৈশব অতিক্রম করে কৈশোর ও যৌবনে পদার্পণ করে। জন্মভূমিতে সম্পদের প্রাচুর্য না থাকলেও প্রকৃতির অপার সৌন্দর্যের ভান্ডার পেয়ে মানুষ মুগ্ধ হয়।
স্বদেশের প্রকৃতি মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে। জন্মভূমির তরুলতা প্রকৃতির মাঝে প্রাণের সঞ্চার করে। জন্মভূমির গাছে গাছে ফুটে থাকা ফুলের গন্ধে মানুষ বিমোহিত হয়। মাতৃভূমির চাঁদের আলো মানুষকে নির্মল আনন্দ দেয়, এর চিরসুন্দর প্রকৃতি উৎসাহ জোগায় সামনে এগিয়ে যাওয়ার। এভাবে স্বদেশের মাটির সঙ্গে গড়ে ওঠে মানুষের নিবিড় সম্পর্ক। তাই মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাক, জন্মভূমি তাকে হাতছানি দিয়ে কাছে টানে। কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়েও জন্মভূমিকে ভুলতে পারেননি। জন্মভূমির ভালোবাসা তাঁকে স্বদেশের মাটিতে ফিরিয়ে এনেছে। জন্মভূমির সাথে মানুষের নাড়ীর বন্ধন। জন্মভূমির ধূলিকণা মানুষের কাছে সোনার চেয়েও খাঁটি মনে হয়। মাকে সন্তান যেমন ভালোবাসে, তেমনি জন্মভূমিকেও মানুষ ভালোবাসে। তাই জীবনের শেষ আশ্রয় মানুষ নিজ-নিজ জন্মভূমিতেই কামনা করে।
স্বদেশের প্রকৃতি মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে। জন্মভূমির তরুলতা প্রকৃতির মাঝে প্রাণের সঞ্চার করে। জন্মভূমির গাছে গাছে ফুটে থাকা ফুলের গন্ধে মানুষ বিমোহিত হয়। মাতৃভূমির চাঁদের আলো মানুষকে নির্মল আনন্দ দেয়, এর চিরসুন্দর প্রকৃতি উৎসাহ জোগায় সামনে এগিয়ে যাওয়ার। এভাবে স্বদেশের মাটির সঙ্গে গড়ে ওঠে মানুষের নিবিড় সম্পর্ক। তাই মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাক, জন্মভূমি তাকে হাতছানি দিয়ে কাছে টানে। কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়েও জন্মভূমিকে ভুলতে পারেননি। জন্মভূমির ভালোবাসা তাঁকে স্বদেশের মাটিতে ফিরিয়ে এনেছে। জন্মভূমির সাথে মানুষের নাড়ীর বন্ধন। জন্মভূমির ধূলিকণা মানুষের কাছে সোনার চেয়েও খাঁটি মনে হয়। মাকে সন্তান যেমন ভালোবাসে, তেমনি জন্মভূমিকেও মানুষ ভালোবাসে। তাই জীবনের শেষ আশ্রয় মানুষ নিজ-নিজ জন্মভূমিতেই কামনা করে।
শিক্ষা: জন্মের পরেই জন্মভূমির আলোয় মানুষের চোখ জুড়ায়, এজন্য তার মাটিতেই মানুষ চিরনিদ্রায় শায়িত হতে চায়।
No comments