53.গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহীয়ান।
‘সাম্য, মৈত্রী, স্বাধীনতা’ এই স্লোগানকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসের এক মহান বিপ্লব। যা ফরাসি বিপ্লব নামে পরিচিত। মানবতা আর মানুষের অধিকার রক্ষার এই বিপ্লবের কেন্দ্র বিন্দু ছিল মানুষ। স্বাধীনতা, ঐক্যবদ্ধতা আর সমতা মানুষকে দান করেছে স্বর্গীয় মহিমা। যে মহিমায় ভাস্বর পৃথিবীর প্রতিটি জনপদ। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত তথ্য অনুযায়ী সকল সৃষ্টির মাঝে মানুষ শ্রেষ্ঠত্বের আসনে
আসীন। মানুষের জ্ঞান তাকে করেছে বিকশিত, বুদ্ধির মাধ্যমে সে পেয়েছে স্বাতন্ত্র্য, আর চিন্তার ক্ষমতা মানুষকে করেছে পরিপূর্ণ। স্রষ্টার সৃষ্টি জীব হিসেবে প্রতিটি মানুষ পেয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা। কাজেই ধর্ম, বর্ণ, সম্পদায় বিবেচনায় কাউকে হেয় করার কোনো সুযোগ নেই। সৃষ্টিকর্তার কাছে প্রতিটি মানুষ সমান মর্যাদার অধিকারী। সুতরাং মানুষ হিসেবে মানুষকে সম্মান করা মানব জীবনের অপরিহার্য অংশ। কারণ মানুষের চেয়ে বড় কিছুই নেই। আর মানুষ অপেক্ষা মহীয়ান কিছুই হতে পারে না। স্রষ্টা যেমন বিশেষ মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন তেমনি সকল সৃষ্টির মাঝে মানুষকে করেছেন মহীয়ান। সুতরাং স্রষ্টার এই সৃষ্টিকে হেয় করে দেখা স্রষ্টাকে অবমাননার শামিল। সাম্য বা সমতাই হতে পারে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। যে সমাজে সাম্যের বাণী ধ্বনিত হবে সম্মিলিত কন্ঠে।
শিক্ষা: মানুষকে সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে, মহীয়ান করে পাঠানো হয়েছে পৃথিবীর বুকে। মহান সৃষ্টিকর্তার শৈল্পিক সত্ত্বার পরিচয় বহনকারী মানুষ তাই সবচেয়ে বড়। মানুষের মাঝে বৈষম্য থাকার কোনো সুযোগ নেই।
No comments