78. দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়।

পৃথিবীর প্রত্যেক জাতির জাতীয় উন্নয়নের প্রধান বিষয়গুলো হলো- মানব উন্নয়নে বিনিয়োগ, রাজনীতিতে সুশাসন স্বচ্ছতা। জাতীয় জীবনের উন্নতির জন্য প্রত্যেক জাতিকে তাই সত্য ন্যায়ের পথে চলতে হয়। ন্যায়নীতি, সততা স্বচ্ছতা জাতিকে উন্নতির শীর্ষে পৌঁছে দেয়। পৃথিবীর ইতিহাসে সৎ, ন্যায়নিষ্ঠ পরিশ্রমী জাতিই উন্নতির শিখরে আরোহণ করেছে। কিন্তু জাতীয় জীবনে দুর্নীতি প্রবেশ করলে জাতির সকল উন্নতির
পথ বন্ধ হয়ে যায়। কারণ দুর্নীতি হলো অপরাধমূলক খারাপ কাজ যা সমাজের প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ আদর্শের পরিপন্থী। দুর্নীতি জাতির সকল অর্জনকে এবং জাতীয় উন্নয়নের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেয়। অন্যায় দুর্নীতির কারণে জাতি নানাবিধ অনাচার, হিংসাত্মক অপরাধমূলক কাজে লিপ্ত হয়। জাতি তখন জাতীয় উন্নতির কথা ভুলে গিয়ে ব্যক্তিগত হীনস্বার্থ লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করে। ফলে জাতির সামগ্রিক উন্নয়নে দুর্নীতি বাধা হয়ে দাঁড়ায়। দুর্নীতিবাজ মানুষ প্রতিনিয়ত ভাবে কীভাবে অন্যের সাথে প্রতারণা করে নিজের লাভের পরিমাণ বাড়ানো যায়। ব্যক্তিগত সুবিধা অর্জনে দুর্নীতিবাজরা বলপ্রয়োগ, ভয়প্রদর্শন ঘুষ প্রদান করে থাকে। দেশ, জাতি মানবকল্যাণের কথা দুর্নীতিবাজের চিন্তায় আসে না।  অসহায় দরিদ্রদের অবস্থার উন্নয়নের জন্য যে সম্পদ ব্যবহৃত হওয়া উচিত তা দুর্নীতিবাজরা নিজেদের পকেটে ঢোকায়। এতে উন্নয়ন প্রবৃদ্ধির বদলে অসহায় দরিদ্রের সংখ্যা বহুগুণে বেড়ে যায়। দুর্নীতির করাল গ্রাসে একটি সম্ভাবনাময় জাতির ভবিষ্যৎ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয়। দুর্নীতি সামাজিক বৈষম্য, স্বার্থপরতা, অবিশ্বাস, ষড়যন্ত্র প্রভৃতির মাধ্যমে জাতীয় অনৈক্য অস্থিরতা সৃষ্টি করে। এই সর্বনাশা সামাজিক ব্যধির মরণ ছোবল থেকে দেশ জাতিকে বাঁচাতে পারলেই জাতির উন্নয়ন সম্ভব। এজন্য প্রত্যেক জাতিকে দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। দুর্নীতি সৃষ্টির কারণ খুঁজে বের করতে হবে। দুর্নীতি মোকাবিলায় সবাইকে এক সাথে কাজ করতে হবে
শিক্ষা: সর্বনাশা সর্বগ্রাসী দুর্নীতির মূল উৎপাটন করে জাতীয় উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধিশালী মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ সম্ভব। তাই দুর্নীতিকে প্রতিরোধ করে জাতির উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে

2 comments:

Powered by Blogger.