১. ১.সংস্কৃত স্বরসন্ধি উদাহরণ সহ বিস্তারিত লিখ?

সংস্কৃত স্বরসন্ধি কাকে বলে  উদাহরণ সহ বিস্তারিত লিখ?
সংস্কৃত স্বরসন্ধি (স্বর-স্বর সন্ধি)
স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন এবং সেখান থেকে রূপান্তরিত স্বরবর্ণের উদ্ভবকেই স্বরসন্ধি বলা হয়। এক্ষেত্রে যে সকল রীতি অনুসৃত হয়, সেগুলোই স্বরসন্ধির নিয়ম হিসাবে প্রচলিত আছে। নিচে এই নিয়মগুলো ব্যাখ্যা করা হলো
স্বরসন্ধি সূত্র : ১। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , -কার হলে উভয় মিলে -কার হয় এবং -কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন
+ = নব + অন্ন =নবান্ন
+ = হিম + আলয় =হিমালয়
+ = আশা + অতিরিক্ত =আশাতিরিক্ত
+ = বিদ্যা + আলয় =বিদ্যালয়
স্বরসন্ধি সূত্র : ২। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , -কার হলে উভয় মিলে -কার হয় এবং -কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন
+ = রাজ + ইন্দ্র =রাজেন্দ্র
+ = পরম + ঈশ্বর =পরমেশ্বর
+ = যথা + ইষ্ট =যথেষ্ট
+ = রমা + ঈশ =রমেশ
স্বরসন্ধি সূত্র : ৩। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , -কার হলে উভয় মিলে -কার হয় এবং -কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন
+ = হিত + উপদেশ =হিতোপদেশ
+ = পর্বত + ঊধ্ব =পর্বতোধ্ব
+ = মহা + উদয় =মহোদয়
+ = মহা + ঊর্মি =মহোর্মি
স্বরসন্ধি সূত্র : ৪। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ হলে উভয় মিলে অর্ হয় এবং অর্ পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ = দেব + ঋষি =দেবর্ষি
+ = মহা + ঋষি =মহর্ষি
স্বরসন্ধি সূত্র : পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ ঋত হলে উভয় মিলে আর্ হয় এবং আর্ পূর্ববর্ণে যুক্ত হয় যেমন
+ ঋত =আর শীত + ঋত =শীতার্ত
+ ঋত =আর তৃষ্ণা + ঋত =তৃষ্ণার্ত
স্বরসন্ধি সূত্র : ৬। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , -কার হলে উভয় মিলে -কার হয় এবং -কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ = এক + এক =একৈক
+ = মত + ঐক্য =মতৈক্য
+ = সদা + এব =সদৈব
+ = মহা + ঐশ্বর্য্য =মহৈশ্বর্য্য
স্বরসন্ধি সূত্র : ৭। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , -কার হলে উভয় মিলে -কার হয় এবং -কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ = মাংস + ওদন =মাংসৌদন
+ = দিব্য + ঔষধ =দিব্যৌষধ
+ = মহা + ওষধি =মহৌষধি
+ = মহা + ঔষধ =মহৌষধ
স্বরসন্ধি সূত্র : ৮। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার হলে উভয় মিলে (-ফলা) হয় এবং -কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ =এ্য অতি + অন্ত =অত্যন্ত
+ =এ্য নদী +অম্বু =নদ্যম্বু
স্বরসন্ধি সূত্র : পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার হলে উভয় মিলে য্আ (এ্যা) হয় এবং এ্যা পূর্ববর্ণে যুক্ত হয় যেমন
+ =এ্যা অতি + আচার =অত্যাচার
+ =এ্যা মসী + আধার =মস্যাধার
স্বরসন্ধি সূত্র : ১০। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , হলে উভয় মিলে হয় এবং তা পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ = গিরি + ইন্দ্র =গিরীন্দ্র
+ = প্রতি + ঈক্ষা =প্রতক্ষা
+ = মহী + ইন্দ্র = মহী্ন্দ্র
+ = সতী + ঈশ =সতীশ
স্বরসন্ধি সূত্র : ১১। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , -কার হলে উভয় মিলে য্উ (এ্যউ) হয় এবং তা পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ =এ্যউ প্রতি + উত্তর =প্রত্যুত্তর
+ =এ্যঊ প্রতি + ঊষ =প্রত্যূষ
স্বরসন্ধি সূত্র : ১২। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার হলে উভয় মিলে য্এ (এ্যএ) হয় এবং তা পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ =এ্যএ প্রতি + এক =প্রত্যেক
স্বরসন্ধি সূত্র : ১৩। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, হলে উভয় মিলে য্ঐ (এ্যঐ) হয় এবং তা পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ =এ্যঐ প্রতি + ঐশ্বর্য =অত্যৈশ্বর্য
স্বরসন্ধি সূত্র : ১৪। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার থাকলে উভয় মিলে য্ও (এ্যও) হয় এবং তা পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ =এ্যও ইতি + ওম =ইত্যোম
স্বরসন্ধি সূত্র : ১৫। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , -কার, , -কার হলে উভয় মিলে বয় (অয়), বায়, বি, বী হয় এবং তা পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন
+ =বয় (অয়) অনু +অয় =অন্বয়
+ =বা () সু + আগত =স্বাগত
+ =বি অনু +ইত =অন্বিত
+ =বী অনু + ঈক্ষা =অন্বীক্ষা
স্বরসন্ধি সূত্র : ১৬ পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার, , -কার হলে উভয় মিলে হয় যেমন
+ = সু + উক্ত =সূক্ত
+ = লঘু + ঊর্মি =লঘূর্মি
+ = বধূ + উক্তি =বধূক্তি
+ = ভূ + ঊর্ধ্ব =ভূর্ধ্ব
স্বরসন্ধি সূত্র : ১৭। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণ , -কার হলে উভয় মিলে , -কার হয়। যেমন
+ =বৃ বহু +ঋচ্ =বহ্বৃচ
স্বরসন্ধি সূত্র : ১৮। পূর্বপদের শেষ বর্ণটি , -কার, , -কার হলে এবং পর পদের আদ্যবর্ণ -কার লে উভয় মিলে হয়। যেমন
+ =বে (এয়) অনু +এষণ =অন্বেষণ
স্বরসন্ধি সূত্র : ১৯। পূর্বপদের শেষ বর্ণটি -কার হলে এবং পরপদের আদ্যবর্ণে স্বরবর্ণ যুক্ত হলে উভয় মিলে -কার হয় এবং পরপদের স্বরবর্ণ -কারের সাথে যুক্ত হয়। যেমন
+ =র্অ পিতৃ + অর্থে =পিত্রর্থে
+ =র্আ পিতৃ + আলয় =পিত্রালয়
+ =র্ই পিতৃ + ইচ্ছা =পিত্রিচ্ছা
+ =র্উ পিতৃ + উপদেশ =পিত্রূপদেশ
+ = পিতৃ +ঋণ =পিতৄন (বাংলাতে এইরূপটি অপ্রচলিত)
+ =র্এ ভাতৃ +এষণা =ভার্এষণা
স্বরসন্ধি সূত্র : ২০। পূর্বপদের শেষ বর্ণটি , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণে , -কার হলে, উভয় মিলে অয় হয় এবং তা পূর্ববর্ণের সাথে যুক্ত হয়। যেমন
+ =অয় শী>শে + অন =শয়ন
স্বরসন্ধি সূত্র : ২১। পূর্বপদের শেষ বর্ণটি , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণে , -কার হলে, উভয় মিলে আয় হয় এবং তা পূর্ববর্ণের সাথে যুক্ত হয়। যেমন
+ =আয় নৈ + অক =নায়ক
স্বরসন্ধি সূত্র : ২২। পূর্বপদের শেষ বর্ণটি , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণে , -কার, , -কার, , -কার হলে, উভয় মিলে যথাক্রমে অব, অবা, অবে হয় এবং তা পূর্ববর্ণের সাথে যুক্ত হয়। যেমন
+ =অব ভো + অন =ভবন
+ =অবা গো +আদি =গবাদি
+ =অবি পো + ইত্র =পবিত্র
+ =অবে গো + এষণা =গবেষণা
স্বরসন্ধি সূত্র : ২৩ পূর্বপদের শেষ বর্ণটি , -কার হলে এবং পরপদের আদ্যবর্ণে , -কার, , -কার, , -কার হলে, উভয় মিলে যথাক্রমে আব আবি, আবু হয় এবং তা পূর্ববর্ণের সাথে যুক্ত হয় যেমন
+ =আব পৌ + অক =পাবক
+ =আবি নৌ + ইক =নাবিক
+ =আবু ভৌ +উক =ভাবুক
নিপাতনে সিদ্ধ :
অক্ষ + ঊহিণী =অক্ষৌহিণী অন্য + অন্য=অন্যান্য, অন্যোন্য
কুল + অটা =কুলটা গব্ + ঈশ্বর =গবীশ্বর
গো + অক্ষ =গবাক্ষ গো + অস্থি = গবাস্থি
গো + ইন্দ্র =গবেন্দ্র পর + পর =পরস্পর
প্র + ঊঢ় =প্রৌঢ় প্র + এষণ =প্রেষণ
বিম্ব + ঔষ্ঠ =বিম্বৌষ্ঠ মনস্ + ঈষা =মনীষা
মার্ত + অণ্ড =মার্তণ্ড রক্ত + ঔষ্ঠ =রক্তোষ্ঠ
শুদ্ধ + ওদন=শুদ্ধোদন সার + অঙ্গ =সারঙ্গ
সীম + অন্ত =সীমন্ত (সীঁথি) স্ব + ঈর =স্বৈর

No comments

Powered by Blogger.