সংস্কৃত তথা তৎসম শব্দের সন্ধি কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখ
১. সংস্কৃত তথা তৎসম শব্দের সন্ধি
তৎসম
শব্দের
সন্ধি
তৎসম
শব্দ
অর্থাৎ
সংস্কৃত
ভাষার
যে সব শব্দ
অবিকৃত
অবস্থায়
(সংকলিত
ও নির্বাচিত)
বাংলা
ভাষায়
ব্যবহৃত
হয়, সে সব শব্দের
যে সন্ধি
হয়, তাকে
বলে তৎসম
শব্দের
সন্ধি।
মূলত
সন্ধি
বলতে
এই তৎসম
শব্দের
সন্ধিকেই
বোঝানো
হয়।
বাংলা ভাষায় ৩ ধরনের তৎসম শব্দের সন্ধি হয়- স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।
স্বরবর্ণ
ও ব্যঞ্জনবর্ণের
মিলনের
প্রকৃতি
অনুসারে
এই সন্ধিকে
যে ভাবে
পাই তা হল—
১. সংস্কৃত স্বরসন্ধি বা স্বর-স্বর সন্ধি। বিদ্যা + আলয় = বিদ্যালয়
১. সংস্কৃত স্বরসন্ধি বা স্বর-স্বর সন্ধি। বিদ্যা + আলয় = বিদ্যালয়
২.সংস্কৃত ব্যঞ্জন সন্ধি
ব্যঞ্জনসন্ধির
প্রকৃতি
অনুসারে,
একে তিন ভাগে
ভাগ করা যেতে
পারে।
এই ভাগ তিনটি
হলো-
·
১। স্বর-ব্যঞ্জন সন্ধি। অ +ছ =অচ্ছ। প্র +ছদ =প্রচ্ছদ
·
২। বাব্যঞ্জন-স্বর সন্ধি। বাক্ + ঈশ =বাগীশ
·
৩। ব্যঞ্জন-ব্যঞ্জন সন্ধি। তৎ + সম =তৎসম
No comments