সংস্কৃত তথা তৎসম শব্দের সন্ধি কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখ

. সংস্কৃত তথা তৎসম শব্দের সন্ধি
তৎসম শব্দের সন্ধি
তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষার যে সব শব্দ অবিকৃত অবস্থায় (সংকলিত নির্বাচিত) বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সে সব শব্দের যে সন্ধি হয়, তাকে বলে তৎসম শব্দের সন্ধি। মূলত সন্ধি বলতে এই তৎসম শব্দের সন্ধিকেই বোঝানো হয়। বাংলা ভাষায় ধরনের তৎসম শব্দের সন্ধি হয়- স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি বিসর্গসন্ধি
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিলনের প্রকৃতি অনুসারে এই সন্ধিকে যে ভাবে পাই তা হল
. সংস্কৃত স্বরসন্ধি বা স্বর-স্বর সন্ধি। বিদ্যা + আলয় = বিদ্যালয়
২.সংস্কৃত ব্যঞ্জন সন্ধি
ব্যঞ্জনসন্ধির প্রকৃতি অনুসারে, একে তিন ভাগে ভাগ করা যেতে পারে। এই ভাগ  তিনটি হলো-
·         ১। স্বর-ব্যঞ্জন সন্ধি। অ + =অচ্ছ। প্র +ছদ =প্রচ্ছদ
·         ২। বাব্যঞ্জন-স্বর সন্ধি। বাক্ + ঈশ =বাগীশ
·         ৩। ব্যঞ্জন-ব্যঞ্জন সন্ধি। তৎ + সম =তৎসম

No comments

Powered by Blogger.