অব্যয়ীভাব সমাস কাকে বলে উদাহরণ সহ লিখ

অব্যয়ীভাব সমাস
সমাসের পূর্বপদ হিসেবে যদি অব্যয় পদ ব্যবহৃত হয়, এবং সেই অব্যয়ের অর্থই প্রধান হয়, তবে সেই সমাসকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যেমন, ‘মরণ পর্যন্ত = আমরণ এখানে পূর্বপদ হিসেবে পর্যন্ত অর্থেউপসর্গ ব্যবহৃত হয়েছে। আর পরপদমরণ কিন্তু এখানে সমস্ত পদটিকে নতুন অর্থ দিয়েছেউপসর্গটি। অর্থাৎ, এখানেউপসর্গ বা অব্যয় বা পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাই এটি অব্যয়ীভাব সমাস। (উপসর্গ এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গ বচন বা লিঙ্গ ভেদে পরিবর্তিত হয় না কিংবা বাক্যের অন্য কোন পদের পরিবর্তনেও এর কোন পরিবর্তন হয় না। এরকম আরেকটি অব্যয়সূচক শব্দাংশ হলো অনুসর্গ।)

No comments

Powered by Blogger.