কিছু সমোচ্চারিত শব্দ এবং তাদের অর্থ উল্লেখসহ বাক্য রচনা
এখানে
কিছু সমোচ্চারিত শব্দ ও তাদের
অর্থ
উল্লেখসহ
বাক্য
রচনা
করে দেখানো
হলো-
অন্য
(অপর) :তাকে
অন্য
দিন আসতে
বলেছি
অন্ন (ভাত) আমরা অন্ন ছাড়া জীবন ধারণ করতে পারি না।
অশ্ব (ঘোড়া) :অশ্ব একটি দ্রুতগামী প্রাণী।
অশ্ব (পাথর) :অশ্ম নিক্ষেপে সর্পটির মস্তক চূর্ণ হইল।
অনু (পশ্চাৎ) :মিথ্যাবাদীর অনুগমন করা উচিত নয়।
অণু (ক্ষুদ্রতম) :এ বিশাল পৃথিবী অণুপরমাণুর সৃষ্টি।
অপচয় (নষ্ট) :
কোনো কিছুই অপচয় করা ভালো নয়।
অবচয় (সংগ্রহ) :এ অংশটি কবি সুফিয়া কামালের কবিতা থেকে অবচয়িত হয়েছে।
অবদান (কীর্তি) :রেডিও আবিষ্কারে বৈজ্ঞানিক জগদীশচন্দ্রের অবদান রয়েছে।
অবধান (মনোযোগ):গুরুজনের উপদেশ অবধান সহকারে শোনা উচিত।
অবিরাম (অনবরত):দুদিন ধরে অবিরাম বৃষ্টি।
অভিরাম (সুন্দর) :বাংলাদেশের মতো এমন নয়নাভিরাম দৃশ্য আর কোথাও দেখিনি।
অনিষ্ট (ক্ষতি) :পরের অনিষ্ট করতে গেলে নিজের অনিষ্ট হয়।
অনিষ্ঠ (নিষ্ঠাহীন) :অনিষ্ঠ ছাত্র জীবনে উন্নতি করতে পারে না।
আপন (নিজ) : সবারই আপন কাজে মন দেওয়া উচিত।
আপণ (দোকান) :শহরে বহর আলির একটি আপণ আছে।
আবাস (বাসস্থান) :লোকটির আবাস অনেক দূরে।
আভাস (ইঙ্গিত) :খেলা দেখার জন্য স্কুল বন্ধ থাকতে পারে বলে রফিক স্যার আভাস দিয়েছেন।
আসার (জলকণা) :আষাঢ়ে মেঘ থেকে আসার নামে।
আষাঢ় (মাস বিশেষ):আষাঢ়শ্রাবণ বর্ষাকাল।
আশা (আকাঙ্ক্ষা) : বেশি আশা করেই ভুল করেছি।
আসা (আগমন) : বাবার আজ স্কুলে আসার কথা।
আবরণ (আচ্ছাদন) :এ আবরণের ভেতরে রহস্য আছে।
আভরণ (অলংকার):মেয়েরা আভরণ পছন্দ করে।
উপাদান (উপকরণ) :বাবা আচারের সব উপাদান এনেছেন।
উপাধান (বালিশ) :উপাধান ছাড়া শোয়া যায় না।
উদ্যত (প্রস্তুত) : লোকটি চলে যেতে উদ্যত হয়েছিল।
উদ্ধত (অবিনীত) :কখনোই উদ্ধত আচরণ করতে নেই।
কমল (পদ্মফুল) :আমাদের দিঘিতে রক্তকমল ফুটেছে।
কোমল (নরম) :শিশুটির হাতখানা খুবই কোমল।
কুল (বংশ) :তিনি উচ্চ কুলে জন্মেছিলেন।
কুল (বরই) :এ গাছের কুল খেতে মজা।
এক কথায় প্রকাশ
সমার্থক শব্দ
বিপরীত শব্দ পাঠ
০১
বিপরীত শব্দ -পাঠ
০২
অন্ন (ভাত) আমরা অন্ন ছাড়া জীবন ধারণ করতে পারি না।
অশ্ব (ঘোড়া) :অশ্ব একটি দ্রুতগামী প্রাণী।
অশ্ব (পাথর) :অশ্ম নিক্ষেপে সর্পটির মস্তক চূর্ণ হইল।
অনু (পশ্চাৎ) :মিথ্যাবাদীর অনুগমন করা উচিত নয়।
অণু (ক্ষুদ্রতম) :এ বিশাল পৃথিবী অণুপরমাণুর সৃষ্টি।
অপচয় (নষ্ট) :
কোনো কিছুই অপচয় করা ভালো নয়।
অবচয় (সংগ্রহ) :এ অংশটি কবি সুফিয়া কামালের কবিতা থেকে অবচয়িত হয়েছে।
অবদান (কীর্তি) :রেডিও আবিষ্কারে বৈজ্ঞানিক জগদীশচন্দ্রের অবদান রয়েছে।
অবধান (মনোযোগ):গুরুজনের উপদেশ অবধান সহকারে শোনা উচিত।
অবিরাম (অনবরত):দুদিন ধরে অবিরাম বৃষ্টি।
অভিরাম (সুন্দর) :বাংলাদেশের মতো এমন নয়নাভিরাম দৃশ্য আর কোথাও দেখিনি।
অনিষ্ট (ক্ষতি) :পরের অনিষ্ট করতে গেলে নিজের অনিষ্ট হয়।
অনিষ্ঠ (নিষ্ঠাহীন) :অনিষ্ঠ ছাত্র জীবনে উন্নতি করতে পারে না।
আপন (নিজ) : সবারই আপন কাজে মন দেওয়া উচিত।
আপণ (দোকান) :শহরে বহর আলির একটি আপণ আছে।
আবাস (বাসস্থান) :লোকটির আবাস অনেক দূরে।
আভাস (ইঙ্গিত) :খেলা দেখার জন্য স্কুল বন্ধ থাকতে পারে বলে রফিক স্যার আভাস দিয়েছেন।
আসার (জলকণা) :আষাঢ়ে মেঘ থেকে আসার নামে।
আষাঢ় (মাস বিশেষ):আষাঢ়শ্রাবণ বর্ষাকাল।
আশা (আকাঙ্ক্ষা) : বেশি আশা করেই ভুল করেছি।
আসা (আগমন) : বাবার আজ স্কুলে আসার কথা।
আবরণ (আচ্ছাদন) :এ আবরণের ভেতরে রহস্য আছে।
আভরণ (অলংকার):মেয়েরা আভরণ পছন্দ করে।
উপাদান (উপকরণ) :বাবা আচারের সব উপাদান এনেছেন।
উপাধান (বালিশ) :উপাধান ছাড়া শোয়া যায় না।
উদ্যত (প্রস্তুত) : লোকটি চলে যেতে উদ্যত হয়েছিল।
উদ্ধত (অবিনীত) :কখনোই উদ্ধত আচরণ করতে নেই।
কমল (পদ্মফুল) :আমাদের দিঘিতে রক্তকমল ফুটেছে।
কোমল (নরম) :শিশুটির হাতখানা খুবই কোমল।
কুল (বংশ) :তিনি উচ্চ কুলে জন্মেছিলেন।
কুল (বরই) :এ গাছের কুল খেতে মজা।
This comment has been removed by the author.
ReplyDelete