সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

অর্থ এবং বানানে ভিন্নতা থাকা সত্ত্বেও কোনো কোনো শব্দের উচ্চারণ প্রায় একই রকম। ধরনের শব্দকে সমোচ্চারিত শব্দ বা প্রায় সমোচ্চারিত শব্দ বলে। যেমন- ‘অন্নএবংঅন্য’ শব্দদুটির উচ্চারণ প্রায় একই রকম হলেও এদের বানান এবং অর্থে পার্থক্য আছে।অন্যশব্দের অর্থ অপর এবংঅন্নশব্দের অর্থ
ভাত
কিছু উদাহরণ-
শর
তীর/তৃণবিশেষ
ধুম
প্রাচুর্য, জাঁকজমক
ষড়
ছয় ()
ধূম
ধোঁয়া
সর
দুধের মালাই
সুত
পুত্র
স্বর
শব্দ, সুর
সূত
সারথি, জাত
আবরণ
আচ্ছাদন
শিকার
মৃগয়া
আভরণ
গহনা, অলংকার, ভূষণ
স্বীকার
মেনে নেওয়া, বরণ

অন্ন
ভাত
পড়-পড়
পড়ন্ত
অন্য
অপর
পর পর
একের পর এক
আসা
আগমন
বাণী
কথা, উক্তি
আশা
প্রত্যাশা, ভরসা
বানি
গয়না তৈরির মজুরি
বেশি
অনেক
নিচ
নিম্ন স্থান, বাড়ির নিম্নতল
বেশী
বেশধারী (ছদ্মবেশী)
নীচ
হীন, নিকৃষ্ট
শব
মৃতদেহ
সকল
সব, সমস্ত
সব
সমস্ত
শকল
মাছের আঁশ

কাঁচা
অপক্ব
কাঁটা
কণ্টক
কাচা
ধৈৗত করা
কাটা
কর্তন
গাঁথা
গেঁথে দেয়া
গাঁ
গ্রাম
গাথা
কাহিনী, কাহিনীকাব্য
গা
শরীর
ঘাঁটি
দাঁড়ি
পূর্ণচ্ছেদ
ঘাটি
দাড়ি
মাঝি
বাঁক
নদী বা পথের বাঁক
বাঁধা
বন্ধন
বাক
কথা
বাধা
প্রতিহত করা, রোধ করা
কাঁদা
ক্রন্দন
গোঁড়া
অন্ধ বা উগ্রভাবে সমর্থনকারী
কাদা
কর্দম
গোড়া
নিচের অংশ
বাঁ
বাম
রোধ
প্রতিরোধ, বাধা দেয়া
বা
অথবা, কিংবা
রোদ
রৌদ্র

বরশা
কূল
তীর, উপকূল
বরষা
বর্ষা, বৃষ্টি
কুল
বরই/জাত
ক্ষুরধার
প্রচণ্ড ধারালো
ক্ষুরধারা
ক্ষুরের মত ধারালো যে প্রবাহ বা স্রোত

সাড়া
শব্দ বা ডাকের জবাব, প্রতিক্রিয়া
শোনা
শ্রবণ
সারা
সমগ্র, শেষ, আকুল
সোনা
স্বর্ণ
দেড়ী
দেড়গুণ
জোড়
যুগল
দেরি
বিলম্ব
জোর
বল, শক্তি, সামর্থ্য
পাড়ি
পারাপার
পারি
সমর্থ বা সক্ষম হই

No comments

Powered by Blogger.