বিপরীত শব্দ পাঠ ০১
বিপরীতার্থক শব্দ/ বিপরীত শব্দ পাঠ ০১
একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে ।
· সাধারণত শব্দের শুরুতে অ, অন, অপ, অনা, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না-বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় ।
যেমন- আগত – শব্দটির শুরুতে অন- উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল- অনাগত ।
· আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ-বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না-
বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।
বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।
যেমন- অনুরাগ- শব্দটি রাগ- শব্দমূলের পূর্বে অনু- উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, যেখানে অনু- উপসর্গটি ইতিবাচক অর্থ প্রকাশ করেছে । এখন অনু-র পরিবর্তে বি- উপসর্গ ব্যবহার করলে, বিরাগ- শব্দে বি-উপসর্গটি নেতিবাচক অর্থ প্রকাশ করে, এবং শব্দটির অর্থ সম্পূর্ণ উল্টে যায় । অর্থাৎ, ইতিবাচক অনু- উপসর্গের বদলে নেতিবাচক বি-উপসর্গের ব্যবহারে বিপরীত শব্দ গঠিত হল ।
· তবে সাধারণত, শব্দের বিপরীত শব্দগুলো অর্থের দিক থেকে বিপরীত অর্থবোধক হয়; না-বোধক বা নেতিবাচক হয় না । তাই, অধিকাংশ ক্ষেত্রেই এরকম কোন নিয়ম খাটে না । বরং অর্থের দিক থেকে যথাযথ বিপরীত শব্দটিই গৃহীত হয় ।
যেমন- আজ – কাল, অতীত- ভবিষ্যত, অধম- উত্তম, ইত্যাদি ।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
অ
অকর্মক
|
সকর্মক
|
অজ্ঞ
|
প্রাজ্ঞ
|
অধিত্যকা
|
উপত্যকা
|
অক্ষম
|
সক্ষম
|
অতিকায়
|
ক্ষুদ্রকায়
|
অনন্ত
|
সান্ত
|
অগ্র
|
পশ্চাৎ
|
অতিবৃষ্টি
|
অনাবৃষ্টি
|
অনুকূল
|
প্রতিকূল
|
অগ্রজ
|
অনুজ
|
অতীত
|
ভবিষ্যত
|
অনুগ্রহ
|
নিগ্রহ
|
অণু
|
বৃহৎ
|
অদ্য
|
কল্য
|
অগ্রজ
|
অনুজ
|
অচল
|
সচল
|
অধঃ
|
ঊর্ধ্ব
|
অনুরক্ত
|
বিরক্ত
|
অচলায়তন
|
সচলায়তন
|
অধম
|
উত্তম
|
অনুরাগ
|
বিরাগ
|
অচেতন
|
সচেতন
|
অধমর্ণ
|
উত্তমর্ণ
|
অনুলোম
|
প্রতিলোম
|
অলীক
|
সত্য
|
অশন
|
অনশন
|
অস্তগামী
|
উদীয়মান
|
অল্পপ্রাণ
|
মহাপ্রাণ
|
অসীম
|
সসীম
|
অস্তি
|
নাস্তি/নেতি
|
অহিংস
|
সহিংস
|
আ
আকর্ষণ
|
বিকর্ষণ
|
আধার
|
আধেয়
|
আরোহণ
|
অবরোহণ
|
আকুঞ্চন
|
প্রসারণ
|
আপদ
|
সম্পদ
|
আর্দ্র
|
শুষ্ক
|
আগত
|
অনাগত
|
আবশ্যক
|
অনাবশ্যক
|
আর্য
|
অনার্য
|
আগমন
|
প্রস্থান
|
আবশ্যিক
|
ঐচ্ছিক
|
আলস্য
|
শ্রম
|
আজ
|
কাল
|
আবাদি
|
অনাবাদি
|
আলো
|
আঁধার
|
আত্ম
|
পর
|
আবাহন
|
বিসর্জন
|
আশীর্বাদ
|
অভিশাপ
|
আত্মীয়
|
অনাত্মীয়
|
আবির্ভাব
|
তিরোভাব
|
আসক্ত
|
নিরাসক্ত
|
আদি
|
অন্ত
|
আবির্ভূত
|
তিরোহিত
|
আসামি
|
ফরিয়াদী
|
আদিম
|
অন্তিম
|
আবিল
|
অনাবিল
|
আস্তিক
|
নাস্তিক
|
আদ্য
|
অন্ত্য
|
আবৃত
|
উন্মুক্ত
|
আস্থা
|
অনাস্থা
|
ই
ইচ্ছুক
|
অনিচ্ছুক
|
ইদানীন্তন
|
তদানীন্তন
|
ইহকাল
|
পরকাল
|
ইতর
|
ভদ্র
|
ইষ্ট
|
অনিষ্ট
|
ইহলোক
|
পরলোক
|
ইতিবাচক
|
নেতিবাচক
|
ইহলৌকিক
|
পারলৌকিক
|
ঈ
ঈদৃশ
|
তাদৃশ
|
ঈষৎ
|
অধিক
|
উ
উক্ত
|
অনুক্ত
|
উত্তরায়ণ
|
দক্ষিণায়ন
|
উন্নত
|
অবনত
|
উগ্র
|
সৌম্য
|
উত্তাপ
|
শৈত্য
|
উন্নতি
|
অবনতি
|
উচ্চ
|
নীচ
|
উত্তীর্ণ
|
অনুত্তীর্ণ
|
উন্নীত
|
অবনমিত
|
উজান
|
ভাটি
|
উত্থান
|
পতন
|
উন্নয়ন
|
অবনমন
|
উঠতি
|
পড়তি
|
উত্থিত
|
পতিত
|
উন্মুখ
|
বিমুখ
|
উঠন্ত
|
পড়ন্ত
|
উদয়
|
অস্ত
|
উন্মীলন
|
নিমীলন
|
উৎকৃষ্ট
|
নিকৃষ্ট
|
উদ্ধত
|
বিনীত/ নম্র
|
উপকর্ষ
|
অপকর্ষ
|
উৎকর্ষ
|
অপকর্ষ
|
উদ্বৃত্ত
|
ঘাটতি
|
উপচয়
|
অপচয়
|
উৎরাই
|
চড়াই
|
উদ্যত
|
বিরত
|
উপকারী
|
অপকারী
|
উত্তম
|
অধম
|
উদ্যম
|
বিরাম
|
উপকারিতা
|
অপকারিতা
|
উত্তমর্ণ
|
অধমর্ণ
|
উর্বর
|
ঊষর
|
উপচিকীর্ষা
|
অপচিকীর্ষা
|
উত্তর
|
দক্ষিণ
|
উষ্ণ
|
শীতল
|
ঊ
ঊর্ধ্ব
|
অধঃ
|
ঊর্ধ্বগতি
|
অধোগতি
|
ঊষা
|
সন্ধ্যা
|
ঊর্ধ্বতন
|
অধস্তন
|
ঊর্ধ্বগামী
|
অধোগামী
|
ঊষর
|
উর্বর
|
ঋ
ঋজু
|
বক্র
|
এ
একান্ন
|
পৃথগান্ন
|
একাল
|
সেকাল
|
একূল
|
ওকূল
|
এখন
|
তখন
|
ঐ
ঐকমত্য
|
মতভেদ
|
ঐশ্বর্য
|
দারিদ্র্য
|
ঐহিক
|
পারত্রিক
|
ঐক্য
|
অনৈক্য
|
ও
ওস্তাদ
|
সাকরেদ
|
ঔ
ঔদার্য
|
কার্পণ্য
|
ঔচিত্য
|
অনৌচিত্য
|
ঔজ্জ্বল্য
|
ম্লানিমা
|
ঔদ্ধত্য
|
বিনয়
|
ক
কচি
|
ঝুনা
|
কুৎসিত
|
সুন্দর
|
কৃশাঙ্গী
|
স্থূলাঙ্গী
|
কদাচার
|
সদাচার
|
কুফল
|
সুফল
|
কৃষ্ণ
|
শুভ্র/গৌর
|
কনিষ্ঠ
|
জ্যেষ্ঠ
|
কুবুদ্ধি
|
সুবুদ্ধি
|
কৃষ্ণাঙ্গ
|
শ্বেতাঙ্গ
|
কপট
|
সরল/অকপট
|
কুমেরু
|
সুমেরু
|
কোমল
|
কঠিন
|
কপটতা
|
সরলতা
|
কুরুচি
|
সুরুচি
|
ক্রন্দন
|
হাস্য
|
কর্মঠ
|
অকর্মণ্য
|
কুলীন
|
অন্ত্যজ
|
ক্রোধ
|
প্রীতি
|
কল্পনা
|
বাস্তব
|
কুশাসন
|
সুশাসন
|
ক্ষণস্থায়ী
|
দীর্ঘস্থায়ী
|
কাপুরুষ
|
বীরপুরুষ
|
কুশিক্ষা
|
সুশিক্ষা
|
ক্ষীপ্র
|
মন্থর
|
কুঞ্চন
|
প্রসারণ
|
কৃতজ্ঞ
|
অকৃতজ্ঞ/ কৃতঘ্ন
|
ক্ষীয়মান
|
বর্ধমান
|
কুটিল
|
সরল
|
কৃপণ
|
বদান্য
|
||
কুৎসা
|
প্রশংসা
|
কৃশ
|
স্থূল
|
খ
খ্যাত
|
অখ্যাত
|
খুচরা
|
পাইকারি
|
খেদ
|
হর্ষ
|
খ্যাতি
|
অখ্যাতি
|
গ
গঞ্জনা
|
প্রশংসা
|
গূঢ়
|
ব্যক্ত
|
গৌণ
|
মুখ্য
|
গতি
|
স্থিতি
|
গুপ্ত
|
প্রকাশিত
|
গৌরব
|
অগৌরব
|
গদ্য
|
পদ্য
|
গৃহী
|
সন্ন্যাসী
|
গ্রামীণ
|
নাগরিক
|
গণ্য
|
নগণ্য
|
গ্রহণ
|
বর্জন
|
গ্রাম্য
|
শহুরে
|
গরল
|
অমৃত
|
গৃহীত
|
বর্জিত
|
গ্রাহ্য
|
অগ্রাহ্য
|
গরিমা
|
লঘিমা
|
গেঁয়ো
|
শহুরে
|
||
গরিষ্ঠ
|
লঘিষ্ঠ
|
গোপন
|
প্রকাশ
|
ঘ
ঘাটতি
|
বাড়তি
|
ঘাত
|
প্রতিঘাত
|
ঘৃণা
|
শ্রদ্ধা
|
No comments