১.৩. বিসর্গ সন্ধি কাকে বলে উদাহরণ সহ বিস্তারিত লিখ?

. বিসর্গ সন্ধি
পদের অন্তস্থিত র্ () স্থানে বিসর্গ হয়। -স্থানের বিসর্গকে -জাত বিসর্গ বলে। আর -স্থানের বিসর্গকে -জাত বিসর্গ বলে। বাংলায় এই ধ্বনিগুলি উচ্চারিত হয় না। যে সন্ধিতে এই ধ্বনির আবির্ভাব হয়, তাকেই বিসর্গ সন্ধি বলে। নিচে বিসর্গ সন্ধির নিয়মাবলী দেওয়া হলো
১.। পূর্ব পদের অঃ থাকলে এবং পর পদে বর্গের তৃতীয়, চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা , , , , পরে
থাকলে, এবং উভয় মিলে -কার হয় এবং উক্ত -কার পূর্ব পদে যুক্ত হয়
উদাহরণ : অঃ + = মনঃ +গত =মনোগত
অঃ + = সদ্যঃ +জাত =সদ্যোজাত
অঃ + = ত্রয়ঃ +দশ =ত্রয়োদশ
অঃ + = তিরঃ +ধান =তিরোধান
অঃ + = মনঃ +নয়ন =মনোনয়ন
অঃ + = সরঃ +বর =সরোবর
অঃ + = মনঃ +ভাব =মনোভাব
অঃ + = অধঃ +মুখ =অধোমুখ
অঃ + = মনঃ +যোগ =মনোযোগ
অঃ + = মনঃ +রম =মনোরম
অঃ + = যশঃ +লাভ =যশোলাভ
অঃ + = পুরঃ +হিত =পুরোহিত
পূর্ব পদের বিসর্গের পূর্বে থাকলে এবং পর পদের ব্যতীত অন্য স্বরবর্ণ থাকলে লোপ পায় এবং সন্ধি না হয়ে, পূর্বপদ পরপদ পাশাপাশি বসে
উদাহরণ : অঃ + =অআ মনঃ +আশা =মন-আশা
অঃ + =অই যশঃ +ইচ্ছা =যশ-ইচ্ছা
অঃ + =অউ সদ্যঃ +উল্লিখিত =সদ্য-উল্লিখিত
অঃ + =অএ অতঃ +এব =অতএব
৩। পূর্ব পদের বিসর্গের পূর্বে বা থাকলে এবং পর পদের প্রথম বর্ণ হলে, পূর্বপদের = বা = হয় এবং পরপদের অপরিবর্তিত থাকে
উদাহরণ : ইঃ + =ঈর নিঃ +রব =নীরব
উঃ + =ঊর চক্ষুঃ +রোগ =চক্ষূরোগ
৪। পূর্ব পদের শেষে বিসর্গ থাকলে এবং পরপদে বর্গের স্বরবর্ণ থাকলে, পরপদে র্ যুক্ত হয় এবং তা পরপদের আদ্যবর্ণের সাথে যুক্ত স্বরবর্ণ প্রকাশিত হয়
উদাহরণ : + =র্অ> নিঃ +অবধি =নিরবধি
+ =র্আ>রা নিঃ +আকার =নিরাকার
+ =র্ই>রি জ্যোতিঃ +ইন্দ্র =জ্যোতিরিন্দ্র
+ =র্ঈ>রী অন্তঃ + ঈক্ষ =অন্তরীক্ষ
+ =র্উ>রু চক্ষুঃ +উন্মীলন>চক্ষুরুন্মীলন
+ =র্ঊ>রূ দুঃ + উহ =দুরূহ
৫। পূর্ব পদের শেষে বিসর্গ থাকলে এবং পরপদে বর্গের স্বরবর্ণ, তৃতীয়, চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা , , , , পর থাকলে -কারের পরস্থিত -জাত বিসর্গের স্থানে র্ হয় এবং তা পরপদের আদ্যবর্ণের সাথে যুক্ত হয়
উদাহরণ : + =র্অ> নিঃ +অবধি =নিরবধি
+ =র্আ>রা নিঃ +আকার =নিরাকার
+ =র্ই>রি জ্যোতিঃ +ইন্দ্র = জ্যোতিরিন্দ্র
+ =র্উ>রু চক্ষুঃ +উন্মীলন>চক্ষুরুন্মীলন
+ =র্গ নিঃ +গত =নির্গত
+ =র্ঘ দুঃ +ঘটনা =দুর্ঘটনা
+ =র্জ দুঃ +জন =দুর্জন
+ =র্ঝ নিঃ +ঝর =নিঃর্ঝর
+ =র্দ নিঃ +দিষ্ট =দুর্জন
+ =র্ধ অন্তঃ +ধান =অন্তর্ধান
+ =র্ন>র্ণ নিঃ +নয় =নির্ণয়
+ =র্ব দুঃ +বহ =দুর্বহ
+ =র্ভ দুঃ +ভাগ্য =দুর্ভাগ্য
+ =র্ম নিঃ +মান =নির্মাণ
+ =র্য নিঃ +যাতন =নির্যাতন
+ =র্ল নিঃ +লজ্জ =নির্লজ্জ
+ =র্হ অন্তঃ +হিত =অন্তর্হিত
৬। পূর্বপদে বিসর্গ থাকলে এবং পরপদে থাকলে পূর্বপদের বিসর্গ হয়
উদাহরণ : + = নিঃ +চয় = নিশ্চয়
+ = শিরঃ + ছেদ = শিরোশ্ছেদ
৭। পূর্বপদে বিসর্গ থাকলে এবং পরপদে থাকলে পূর্বপদের বিসর্গ হয়। এবং পরপদের বা উক্ত -এর সাথে যুক্ত বর্ণ তৈরি করে
উদাহরণ : + =ষ্ট চতুঃ +টয় = চতুষ্টয়
+ =ষ্ঠ নিঃ +ঠুর = নিষ্ঠুর
৮। পূর্বপদে বা যুক্ত বিসর্গ থাকলে এবং পরপদের প্রথম বর্ণ , , , পরে থাকলে, বিসর্গ -তে পরিণত হয়
উদাহরণ : ইঃ + =ষ্ক আবিঃ +কার =আবিষ্কার
ইঃ + =ষ্প নিঃ +পত্তি =নিষ্পত্তি
ইঃ + =ষ্ফ নিঃ +ফল =নিষ্ফল
উঃ + =ষ্ক দুঃ +কৃতি =দুষ্কৃতি
উঃ + =ষ্প চতুঃ +পদ =চতুষ্পদ
৯। পূর্বপদে বা যুক্ত বিসর্গ থাকলে এবং পরপদের প্রথম বর্ণ , , , পরে থাকলে, বিসর্গ -তে পরিণত হয়
উদাহরণ : অঃ + =স্ক পুরঃ + কার =পুরস্কার
অঃ + =স্প বাচঃ +পতি =বাচস্পতি
আঃ + =স্ক ভাঃ + কর =ভাস্কর
১০। পূর্বপদে বিসর্গ থাকলে এবং পরপদের প্রথম বর্ণ , ক্ষ, , , , , , থাকলে বিসর্গ লোপ পায় না
উদাহরণ : + =ঃক অন্তঃ +করণ =অন্তঃকরণ
+ =ঃখ দুঃ + =দুঃখ
+ =ঃপ অধঃ +পাত =অধঃপাত
+ =ঃর অন্তঃ +রাষ্ট্রীয় =অন্তঃরাষ্ট্রীয়
+ =ঃশ দুঃ +শাসন =দুঃশাসন
+ =ঃস নিঃ +সন্দেহ =নিঃসন্দেহ
১১। পূর্বপদের শেষে বিসর্গ থাকলে এবং পরপদে স্ত, স্থ, স্প থাকলে বিসর্গের লোপ হয়
উদাহরণ : +স্ত =স্ত নিঃ +স্তব্ধ =নিঃস্তব্ধ
+স্থ =স্থ অন্তঃ +স্থ =অন্তঃস্থ
+স্প =স্প নিঃ+স্পন্দ =নিঃস্পন্দ
নিপাতনে সিদ্ধ সন্ধি :
+চর্য =আশ্চর্য +পদ =আস্পদ
অহঃ +কর =অহঙ্কর অহঃ +পতি =অহস্পতি>অহর্পতি
অহঃ +রাত্র =অহোরাত্রি অহন্ +অহন্ =অহরহঃ
অহন্ +নিশি =অহর্নিশি গীঃ +গীত =গীস্পতি
গো +পদ =গোস্পদ তদ্ +কর =তস্কর
দিব্ +লোক =দ্যূলোক পতত্ +অঞ্জলি =পতঞ্জলি
পশ্চাত্ +অর্ধ =পশ্চার্থ পুংস্ +জাতি =পুংজাতি
পুংস্ +লিঙ্গ =পুংলিঙ্গ বন +পতি =বনস্পতি
বৃহত্ +পতি =বৃহস্পতি ষট্ +দশ =ষোড়শ
হরি +চন্দ্র =হরিশ্চন্দ্র

No comments

Powered by Blogger.