হে অতীত তুমি ভুবনে ভুবনে, কাজ করে যাও গোপনে গোপনে।

হে অতীত তুমি ভুবনে ভুবনে,

কাজ করে যাও গােপনে গােপনে।

মূলভাব

অতীত হলাে বর্তমানের সিঁড়ি এবং ভবিষ্যতের পথ-নির্দেশক।

সম্প্রসারিত ভাব

মানুষ অতীতের জ্ঞান, শিক্ষা মতাদর্শ কাজে লাগিয়ে বর্তমান সভ্যতাকে গড়ে তুলেছে। অতীতের অভিজাত তাকে তার বর্তমানের কর্মে সহযােগিতা করে। ভবিষ্যতের পরিকল্পনার নির্দেশনা দেয়। এই অতীত গৌরবময় হলে মানুষ উদ্দীপ্ত  হয়। ভবিষ্যতের পরিকল্পনায় হয় আশাবাদী। অতীতের কর্মকাণ্ড বর্তমান ভবিষ্যৎ কর্মকাণ্ডকে প্রভাবিত করে। প্রতিটি মানুষ বর্তমানে যে সাফল্য পাচ্ছে বা ভবিষ্যতে পাবে তা নির্ভর করে অতীতে তার দায়িত্ব কর্তব্য কতটা যত্নসহকারে পালন করে তার ওপর। বস্তুত, অতীত কখনই নীরব থাকে না। গােপনে সে কাজ করে যায়, যার ফলাফল বর্তমানের ওপর প্রভাব বিস্তার করে। যদি অতীতকাল বলে কিছু না থাকতাে তবে বর্তমান বা ভবিষ্যতের কোনাে অস্তিত্ব থাকতাে না। মানুষ একদিনে হঠাৎ করে কিছু হতে পারে না। 

তাকে বড়াে হতে হলে বা সফল হতে হলে দীর্ঘদিন নিরলস পরিশ্রম করতে হয়। মানব সভ্যতার প্রতিটি সফলতার পিছনে রয়েছে একটি সমৃদ্ধ ধারাবাহিকতা যার সূত্রপাত অতীত থেকেই। মানুষ বর্তমানে যা করছে তার ওপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। আর ভবিষ্যৎটা যখন বর্তমান হয়ে দেখা দেয় তখন বর্তমানটাই অতীত হয়ে যায়। আমরা ভালাে-মন্দ, ন্যায়-অন্যায়, ধর্ম-অধর্ম, উচিত-অনুচিতের শিক্ষা অতীত থেকে পেয়ে থাকি। অতীতের ভুলগুলাে পর্যালােচনা করে আমরা নতুন কর্মপন্থা বেছে নিই। সভ্যতার ইতিহাস পর্যালােচনা করলে আমরা দেখতে পাই কীভাবে মানুষ আদিম অবস্থা থেকে আরম্ভ করে ধাপে ধাপে আজ সভ্যতার চরম বিকাশের স্তরে উপনীত হয়েছে।

মন্তব্য

বর্তমান আর অনাগত ভবিষ্যতের পথ-পরিক্রমায় অতীতই একমাত্র পাথেয়।

No comments

Powered by Blogger.