২.২ সমষ্টিবাচক বিভক্তি কাকে বলে? উদাহরণ সহ লিখ

. সমষ্টিবাচক বিভক্তি :
একই জাতীয় বস্তু বা বিষয়ের সমষ্টিগত রূপ প্রকাশের জন্য যে বিভক্তি ব্যবহৃত হয়, তদেরকে সমষ্টিবাচক-বিভক্তি বলা হয়।। ব্যক্তি, প্রাণী, উদ্ভিদ, বস্তু, অবস্তু ইত্যদির বিচারে সমষ্টিবাচক শব্দের প্রকৃতি ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। নিচে এর পূর্ণ তালিকা তুলে ধরা হলো

শব্দের প্রকৃতি
ব্যবহারিক নমুনা
আবলী/আবলি
অপ্রাণিবাচক
দীপাবলী, বিষয়াবলী, রচনাবলী, রত্নাবলী
উচ্চয়
 প্রাণিবাচক
পুষ্পোচ্চয়, শিলোচ্চয়
কুল
প্রাণিবাচক
অলিকুল, জীবকুল
কূট
বস্তুবাচক
অন্নকূট, তৃণকূট, অভ্রকূট
গণ
ব্যক্তিসত্তাবাচক
ঐতিহাসিকগণ, দেবগণ, বন্ধুগণ,
গুচ্ছ
প্রাণী বা অপ্রাণিবাচক
পুষ্পগুচ্ছ, কেশগুচ্ছ, সূত্রগুচ্ছ,
গ্রাম
অপ্রাণিবাচক
গুণগ্রাম
চয়
 প্রাণী বা অপ্রাণিবাচক
পুষ্পচয়, বুধচয়
জাল
অপ্রাণিবাচক
অংশুজাল, বিপজ্জাল, মেঘজাল, শরজাল
দল
প্রাণী বা অপ্রাণিবাচক
শ্রমিকদল, ফুলদল
দাম
অপ্রাণিবাচক
শৈবালদাম
নিকর
অপ্রাণিবাচক
কমলনিকর
নিচয়
প্রাণী বা অপ্রাণিবাচক
পুষ্পনিচয়, বুধনিচয়
পাল
প্রাণীবাচক
পশুপাল, মৃগপাল
পুঞ্জ
প্রাণী বা অপ্রাণিবাচক
প্রাজ্ঞপুঞ্জ, মেঘপুঞ্জ
বর্গ
প্রাণীবাচক
পণ্ডিতবর্গ, বন্ধবর্গ
বৃন্দ
প্রাণী বা অপ্রাণিবাচক
বীরবৃন্দ, প্রজাবৃন্দ
ব্রজ
অপ্রাণিবাচক
ভূধরব্রজ
ব্রাত
প্রাণিবাচক
মধুকরব্রাত
মণ্ডল
প্রাণী বা অপ্রাণিবাচক
আবহমণ্ডল, বায়ুমণ্ডল, সুধীমণ্ডল
মণ্ডলী
প্রাণী বা অপ্রাণিবাচক
নক্ষত্রমণ্ডলী, সুধীমণ্ডলী
মহল
প্রাণিবাচক
গুণীমহল, মহিলামহল
মালা
অপ্রাণিবাচক
মেঘমালা, পর্বতমালা, আলোকমালা
মিথুন
প্রাণিবাচক
হংসমিথুন
যূথ
প্রাণিবাচক
গজযূথ, মৃগযূথ
রাজি
অপ্রাণিবাচক
বনরাজি, তারকরাজি
রাশি
অপ্রাণিবাচক
পুষ্পরাশি, জলরাশি
শ্রেণী
প্রাণী বা অপ্রাণিবাচক
বৃক্ষশ্রেণী, দ্বিজশ্রেণী
সকল
প্রাণিবাচক
লোকসকল
সঙ্ঘ
প্রাণিবাচক
বিদ্বৎসঙ্ঘ
সব
প্রাণিবাচক
পাখিসব, ভাইসব
সমাজ
প্রাণিবাচক
পণ্ডিতসমাজ, পল্লিসমাজ
সমূহ
প্রাণী বা অপ্রাণিবাচক
জাতিসমূহ, বিহগসমূহ

No comments

Powered by Blogger.