২.৩ নির্দেশক বিভক্তি কাকে বলে? উদাহরণ সহ লিখ
২.৩ নির্দেশক বিভক্তি :
যে বিভক্তির দ্বারা শব্দ বা শব্দাবলী নির্দেশিত হয়ে থাকে। এর সমতূল্য ইংরেজি হলো- article। তবে ইংরেজির মতো বাংলাতে এই বিভক্তিগুলি শব্দের পূর্বে না বসে শব্দের পরে সংযুক্ত অবস্থাব ব্যবহৃত হয়। বাংলাতে ব্যবহৃত এই নির্দেশক বিভক্তি হলো- টি, টা, খানা, খানি, গুলা.গুলি, গুলো, গুছা, গুছি, টুকু।
নির্দেশক বিভক্তি এককভাবে বা যৌগিকরূপে ব্যবহৃত হতে পারে। এই বিচারে নির্দেশক বিভক্তিকে দুইভাগে
ভাগ করা যেতে পারে। যেমন-
২.৩.১ একক নির্দেশক বিভক্তি : এই বিভক্তি শব্দের সাথে এককভাবে ব্যবহৃত হয়। যেমন- পাখিটি, দুধটুকু ইত্যাদি।
২.৩.২ যৌগিক নির্দেশক বিভক্তি : একাধিক বিভক্তি একত্রে বসে নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- পাখিটিকে, মানুষটাও ইত্যাদি।
একক নির্দেশক বিভক্তির তালিকা
বিভক্তি
|
শব্দের প্রকৃতি
|
ব্যবহারিক নমুনা
|
ই
|
বিশেষভাবে নির্দেশ অর্থে ব্যবহৃত
|
তিনিই, বাঘই
|
ও
|
বিশেষভাবে নির্দেশ অর্থে ব্যবহৃত
|
বাবাও, নদীও
|
খানা
|
অপ্রাণিবাচক একবচন ব্যবহৃত
|
আধখানা, চাঁদখানা
|
খানি
|
অপ্রাণিবাচক একবচন ব্যবহৃত
|
একখানি, আকাশখানি
|
গাছ/গাছা/গাছি
|
বস্তুবাচক সমষ্টিবাচক ব্যবহৃত
|
দড়িগাছি
|
গুচ্ছ
|
বস্তুবাচক সমষ্টিবাচক ব্যবহৃত
|
তারকাগুচ্ছ, পুষ্পগুচ্ছ
|
গুছা, গুছি
|
বস্তুবাচক সমষ্টিবাচক ব্যবহৃত
|
দড়িগুছা, দাড়িগুছা
|
গুলা/গুলি/গুলো
|
সকল সমষ্টিবাচক ব্যবহৃত
|
চিন্তাগুলা, মাছগুলা
|
জন
|
মানববাচক নাম-নির্দেশক
|
লোকজন, মানুষজন
|
টা/টি
|
গণনযোগ্য বস্তুবাচক বা অবস্তুবাচক
|
চিন্তাটা, পুকুরটা, মানুষটা
|
টুকু
|
অগণযোগ্য তরল ও পদার্থের অল্পত্ববাচক
|
জলটুকু, দুধটুকু।
|
আদর, স্নেহের আতিশয্যে
|
আদরটুকু, স্নেহটুকু
|
|
টুকুন
|
অল্পার্থে, আদর, স্নেহের আতিশয্যে
|
এতটুকুন তেল, এতটুকুন ছেলে
|
যৌগিক নির্দেশক বিভক্তির তালিকা
যৌগিক নির্দেশক বিভক্তি অন্য যেকোন শব্দের সাথে ব্যবহৃত হতে পারে। সেই কারণে এর তালিকা অত্যন্ত দীর্ঘতর হতে বাধ্য। তাই নিচে প্রতিটি শুধুমাত্র যৌগিক নির্দেশক বিভক্তির একটি মাত্র উদাহরণ দেওয়া হলো।
বিভক্তি
|
শব্দের প্রকৃতি
|
ব্যবহারিক নমুনা
|
খানা/খানি-কে
|
খানা/খানি +কে
|
আধখানাকে, আধখানিকে
|
খানা/খানি-কেই
|
খানা/খানি +কে+ই
|
আধখানাকেই
|
গাছ/গাছা//গাছিকে
|
গাছি+কে
|
দড়িগাছিকে
|
গাছ/গাছা/গাছিকেই
|
গাছি+কে+ই
|
দড়িগাছিকেই
|
গুচ্ছকে
|
গুচ্ছ +কে
|
পুষ্পগুচ্ছকে
|
গুচ্ছকেই
|
গুচ্ছ +কে+ই
|
পুষ্পগুচ্ছকেই
|
গুছা/গুছি-কে
|
গুছা+কে, গুছি+কে
|
দড়িগুছাকে, দাড়িগুছাকে
|
গুছা/গুছি-কেই
|
গুছি+কে+ই
|
দড়িগুছাকেই
|
গুলা/গুলি/গুলো-কে
|
(গুলা,
গুলি,
গুলো)
+কে
|
চিন্তাগুলাকে, মাছগুলাকে
|
গুলা/গুলি/গুলো-কেই
|
(গুলা,
গুলি,
গুলো)
+কে+ই
|
মাছগুলিকেই
|
জনকে
|
জন +কে
|
মানুষজনকে
|
জনকেই
|
জন +কে+ই
|
মানুষজনকেই
|
জনকেও
|
জন +কে+ও
|
মানুষজনকেও
|
টা/টিই
|
টা/টি+ই
|
পাখিটাই, পাখিটিই
|
টা/টিও
|
টা/টি+ও
|
পুকুরটাও, মানুষটিও
|
টা/টিকে
|
টা/টি+কে
|
মানুষটাকে, মানুষটিকে
|
টা/টিকেই
|
টা/টি+কে +ই
|
পাখিটাকেই, পাখিটিকেই
|
টুকুকে
|
টুকু+কে
|
দুধটুকুকে
|
টুকুকেই
|
টুকু+কে+ই
|
দুধটুকুকেই
|
টুকুতে
|
টুকু+তে
|
জলটুকুতে, দুধটুকুতে
|
টুকুতেই
|
টুকু+তে +ই
|
জলটুকুতেই, দুধটুকুতেই
|
No comments