প্রাদি সমাস কাকে বলে উদাহরণ সহ লিখ

প্রাদি সমাস
প্র, প্রতি, অনু, পরি, ইত্যাদি অব্যয় বা উপসর্গের সঙ্গে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্যর সমাস হলে তাকে প্রাদি সমাস বলে। যেমন, প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন। এখানে বচন সমস্যমান পদটি একটি বিশেষ্য, যার মূল (ধাতু)বচ ধাতু বা কৃৎ প্রত্যয়।প্রঅব্যয়ের সঙ্গে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যবচন সমাস হয়ে সমস্ত পদপ্রবচনশব্দটি তৈরি হয়েছে। সুতরাং, এটি প্রাদি সমাস

No comments

Powered by Blogger.