নিত্য সমাস কাকে বলে উদাহরণ সহ লিখ

নিত্য সমাস
যে সমাসের সমস্ত পদই ব্যাসবাক্যের কাজ করে, আলাদা করে ব্যাসবাক্য তৈরি করতে হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন, অন্য গ্রাম = গ্রামান্তর। এখানেঅন্য গ্রামআরগ্রামান্তর’, এই বাক্যাংশ শব্দটির মধ্যে তেমন বিশেষকোন পার্থক্য নেই। কেবলঅন্যপদের বদলেঅন্তরপদটি ব্যবহার করা হয়েছে। তাই এটি নিত্য সমাস

No comments

Powered by Blogger.