কাল কাকে বলে? কত প্রকার ও কি কি?

ক্রিয়ার কাল
ক্রিয়া সম্পাদনের সময়কেই ক্রিয়ার কাল বা কাল বলে
যেমন- আমি ইডিবিডিপিডির সাইটে পড়ি।এখানেপড়া কাজটি এখন সম্পন্ন হচ্ছে
আবার, আমি ইডিবিডিপিডির সাইটে পড়বো।এখানেপড়া কাজটি পরে সম্পন্ন হবে
আবার, আমি ইডিবিডিপিডির সাইটে পড়েছি।এখানেপড়া কাজটি পূর্বেই সম্পাদিত হয়েছে
উপরের বাক্য তিনটিতে ক্রিয়া তিনটি ভিন্ন সময়ে সম্পাদিত হয়েছে। ক্রিয়া সম্পাদনের এই সময়গুলোই
ক্রিয়ার কাল বা কাল
ক্রিয়ার কাল রূপ নির্ভর, অর্থ নির্ভর নয় : কাল মূলত ক্রিয়ার রূপকে নিয়ন্ত্রণ করে। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে ক্রিয়াবিভক্তি যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ক্রিয়াপদ তৈরি করে। ধাতুর সঙ্গে যুক্ত হওয়া ক্রিয়াবিভক্তিটি কাল পুরুষ অনুযায়ী পরিবর্তিত হয়। আর তাই কাল পুরুষ অনুযায়ী ক্রিয়াপদের রূপও পরিবর্তিত হয়
ক্রিয়াপদের এই পরিবর্তনশীলরূপকাল নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বাক্যের অর্থ নয়। মনে রাখতে হবে, কাল বলতে ক্রিয়ার কালকে বোঝায়, বাক্যের কাল নয়। তাই, ক্রিয়াপদ যে কালের রূপ অনুযায়ী ব্যবহৃত হবে, ক্রিয়াপদটি সেই কালের হবে
যেমন- ‘তিনি গতকাল হাটে যাননি।
এখানে, বাক্যটি গতকালকে সম্পাদিত ক্রিয়ার কথা বলছে। সুতরাং, এটি অতীত কালের উদাহরণ হওয়া উচিত। কিন্তু বাক্যের ক্রিয়াপদযাননিবর্তমান কালের রূপে ব্যবহৃত হয়েছে। (যেমন- ‘আপনি আজ হাটে যাননি) তাই, এখানে ক্রিয়াপদের বা বাক্যের কাল বা ক্রিয়ার কাল বর্তমান হিসেবে ধরা হয়। ধরনের উদাহরণকে কালের বিশিষ্ট প্রয়োগ হিসেবে গণ্য করা হয়
কাল বা ক্রিয়ার কাল ইংরেজি Tense-এর অনুরূপ। কিন্তু ইংরেজি Tense বাক্যের অর্থ অনুসরণ করে, বাংলা কাল প্রায়ই বাক্যের অর্থ অনুসরণ করে না; মূলত বাংলা কাল ক্রিয়ার রূপকে অনুসরণ করে
প্রকারভেদ
ক্রিয়ার কালকে মূলত- অতীত, বর্তমান ভবিষ্যত, এই ভাগে ভাগ করা যায়
তবে এইগুলোকেও আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে
. অতীত কাল
অতীতে কোনো কাজ হয়ে গেছে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে
যেমন- প্রদীপ নিভে গেল। শিকারি পাখিটিকে গুলি করল
. বর্তমাল কাল
বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে- এমন বোঝালে তার কালকে বর্তমান কাল বলে
যেমন- আমি লিখছি। তুমি পড়ছ
. ভবিষ্যত কাল
ভবিষ্যতে কোন কাজ হবে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে
যেমনআমরা মাঠে খেলতে যাব। শীঘ্রই বৃষ্টি আসবে

No comments

Powered by Blogger.