৩. ভবিষ্যত কাল

ভবিষ্যতে কোন কাজ হবে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে। যেমন
·         আমরা মাঠে খেলতে যাব
·         শীঘ্রই বৃষ্টি আসবে
প্রকারভেদ
. সাধারণ ভবিষ্যত
পরে সংঘটিত হবে বোঝালে তাকে সাধারণ ভবিষ্যত কাল বলে। যেমন-

·         আমরা মাঠে খেলতে যাব
·         শীঘ্রই বৃষ্টি আসবে
বিশিষ্ট প্রয়োগ-
)আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে : কে জানত, আমার ভাগ্যে এমন হবে?
সে দিন কে জানত যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরী বাজবে?
) অতীতের ক্রিয়ায় সন্দেহের ভাব থাকলে : ভাবলাম, তিনি এখন বাড়ি দিয়ে থাকবেন
তোমরা হয়ত বিশ্বনবী পড়ে থাকবে
. ঘটমান ভবিষ্যত
ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে তাকে ঘটমান ভবিষ্যত কাল বলে
. পুরাঘটিত ভবিষ্যত
সম্ভবত ঘটে গেছে এমন ক্রিয়া বোঝাতে ভবিষ্যত কালের ক্রিয়া ব্যবহার করলে তা পুরাঘটিত ভবিষ্যত কাল হয়

No comments

Powered by Blogger.