মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান - ১৯৯৪
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান - ১৯৯৪
শিক্ষাবর্ষঃ ১৯৯৪-১৯৯৫
পদার্থবিদ্যা
1.ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে
দৈর্ঘ্য পীড়ন ÷÷ দৈর্ঘ্য বিকৃতি
পার্শ্ব বিকৃতি ÷÷ দৈর্ঘ্য বিকৃতি
পার্শ্ব বিকৃতি ÷÷ দৈর্ঘ্য বিকৃতি
2.নিউটন/বর্গমিটার কিসের একক?
শক্তি
ভরবেগ
চাপ
বল
3.একটি সরল দোলককে ভূকেন্দ্রে নিয়ে গেলে দোলন কাল হবে-
অসীম
স্থির
শূন্য
উপরের কোনটি নয়
4.সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান-
শূন্য
অসীম
অন্য যে কোন তাপমাত্রার মানের সমান
মাপা যায় না
6.একটি ট্রেন অতিদ্রুত গতিতে প্লাটফরম অতিক্রম করার সময় প্লাটফরমের কিনারায় দাঁড়ানো ব্যক্তিটি ট্রেন দ্বারা-
আকর্ষিত হবে
বিকর্ষিত হবে
ব্যক্তিটি ওজনের উপর নির্ভর করে আকর্ষিত বা বিকর্ষিত হবে
আকর্ষিত বা বিকর্ষিত কোনটাই হবে না
রসায়ন
5.একটি কাচ টুকরার ওজন বাতাসে
8.6 গ্রাম, পানিতে 5.85 গ্রামে এবং অ্যালকোহলের অপেক্ষিক গুরুত্ব হবে-
8
0.8
0.08
0.18
7.কোনটি প্রোপানয়িক এসিড?
H-COOH
CH3 − COOH
CH3 − CH2COOH
HOOC - COOH
8.হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন সবচেয়ে বেশি হয়-
কম চাপে ও তাপে
বেশি চাপে ও তাপে
কম চাপে ও বেশি তাপে
বেশি চাপে ও কম তাপে
9.C6H5CH3 উৎপন্ন করা যায় কোন বিক্রিয়া দ্বারা?
2CuSO4 + 4KI = 2K2SO4 + Cu2I+I22
2CuSO4 +K4[Fe(CN)6]=Cu[Fe(CN)6] + K2SO42
5Cu+2HNO3 = 5CuO+N2+H2SO45
CuSO4+H2S = CuS+H2+SO4
10.নিচের কোনটি ক্যালোমেল?
HgCI3
CuCl3
Hg2Cl2
Na3Al6
জীববিজ্ঞান
11.দ্বি-বীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনগত সনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি ভুল?
মূলত্বকে বিউটিকল থাকে না
বহির্মজ্জা বিভিন্ন স্তরে বিভক্ত নয়
অর্ঃত্বক আছে
ফ্লোয়েমগুচ্ছ সাধারণতঃ 2-4টি
12.আরশোলার রক্ত কণিকা সম্পর্কে কোনটি সত্য?
শ্বেত ও লোহিত উভয় প্রকার কণিকা থাকে
শুধুমাত্র শ্বেত কণিকা থাকে
রক্ত কণিকায় কোন নিউক্লিয়াস নেই
বৃহৎ শ্বেতকণিকা সব চাইতে বেশি
13.পোরোগ্যামিক নিষেক হয় যদি পরাগ নালিকা ভ্রূণথলীতে প্রবেশ কর-
ডিম্বক মূল দিয়ে
ডিম্বক রন্ধ্র দিয়ে
ডিম্বকের পাশ দিয়ে
ডিম্বাণু দিয়ে
English
14.Find out the correct sentence
She denied that she had been written the letter
She denied that she had written the letter
She denied that she wrote the letter
She denied that she has written the letter
15.Which choice correctly completes the sentence unless
you try heart and soul, you will not.....
Be
first in the examination
Come first at the examination
Be first at the examination
Come first in the examination
পদার্থবিদ্যা
16.কোনটি মিথ্যা?
সাধারণতঃ সমুদ্রের কাছাকাছি স্থানের আপেক্ষিক আর্দ্রতা বেশি
সাধারণতঃ শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে
বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে পানির বাষ্পায়ণ দ্রুত হয়
বায়ুর শিশিরাঙ্ক যত কম হবে বায়ুতে তত কম জলীয় বাষ্প থাকবে
17.নিচের কোনটি ভুল?
1 মাইক্রোন
= 10−710-7 সে.মি.
1 এ্যাংষ্ট্রম = 10−810-8 সে.মি
1 এক্সরে ইউনিট = 11−1111-11 সে.মি.
1 মাইক্রোমিটার = 10−610-6 মিটার
18.শ্রবণোত্তর শব্দের বেলায় কোনটি সত্য নয়?
ইহার কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে 20,000 এর বেশি
হইা চক্র রেখায় চলে
ইহার কম্পন জীবাণু ধ্বংস করতে পারে
ইহার কম্পনের সাহায্যে সমুদ্রে গভীরতা নির্ণয় করা যায়
20.কোনটি
X-ray এর ধর্ম নয়?
ইহার তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোকের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা ছোট
ইহা কণাধর্মী
ইহার সরল রেখায় গমন করে
ইহার ভেদন ক্ষমতা অত্যাধিক
রসায়ন
19.লাল ও সবুজ রং এর দুইটি স্বচ্ছ পদার্থ একটির উপর অন্যটি রাখলে, সাদা আলোতে ঐটিকে দেখাবে-
হলুদ
নীল
কালো
লাল
21.ফসফরাসের বহুরূপতার মধ্যে কোনটি একমাত্র স্থায়ী সম্ভব?
Ca(OCl)Cl
H2SO4
CI2
HNO3
22.রেকটিফাইড স্পিরিট হলো-
95.6%
ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ
94.5% ইথানল ও 5.5% পানির সমস্ফুটন মিশ্রণ
99.9% ইথানল ও 0.1% পানির সমস্ফুটন মিশ্রণ
কোনটিই নয়
23.লুইস এর থিওরী অনুযায়ী এসিড হচ্ছে-
যৌগ বা জলীয় দ্রবণে (H+) উৎপন্ন করে
পদার্থ যা প্রোটন (H+) দিতে পারে
পদার্থ বা অক্সাইড আয়ন (O+) দিতে পারে
পদার্থ যা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে
24.পাতলা সালফিউরিক এসিডের সাথে জিঙ্কের বিক্রিয়ায় পাওয়া যায়-
ZnSO4+H2
ZnSO4+SO2+H2O
ZnSO4+SO2
ZnSO4+S2O
25.কোনটি সোডালাইম?
সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ
সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ
পটাশিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ
পটাশিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ
জীববিজ্ঞান
26.টনোপ্লাস্ট-
কোষ গহ্বরকে বেষ্টন করে প্রোটোপ্লাজম দ্বারা গঠিত পাতলা পর্দা
বিশেষ ধরণের প্লাস্টিড
প্রাণকেন্দ্রের ঝিল্লিবৎ বহিরাবরণী
বিশেষ ধরনের গলগি বস্তু
27.ব্যাকটেরিয়ার বেলায় কোনটি সত্য?
কোষগুলো ডিপ্লয়েড
ইহাদের নিউক্লিয়াস নেই
ভাইরাসের সাহায্যে এদের চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটানো যায়
TMV একটি বিশেষ ধরণের ব্যাকটেরিয়া
28.ধমণীতে থাকে-
পাতলা প্রাচীর ও নিম্ন রক্তচাপ
পুরু প্রাচীর ও উচ্চ রক্তচাপ
পাতলা প্রাচীর ও উচ্চ রক্তচাপ
29.কে প্রথম কোষ নিউক্লিয়াসের বর্ণনা দেন?
রবার্ট হুক
রবার্ট ব্রাউন
লুই পাস্তুর
ফ্লেমিং
English
30.The right form of verb : I heard him (to say) this.
I
heard him saying this
I heard him to have said this
I heard him said this
I heard him to say this
English
31.Choose the appropriate preposition to fill up the gap
in, Be mindful ______ your duties.
of
on
with
to
পদার্থবিদ্যা
32.স্থির অবস্থান সমত্বরণের চলে 1টি গাড়ি সেকেন্ডে 8
মিটার / সেকেন্ড22 বেগ লাভ করলে দুই সেকেন্ড পর গাড়িটির বেগ হবে-
2 মিটার/সেকেন্ড
4 মিটার/সেকেন্ড
8 মিটার/সেকেন্ড
16 মিটার/সেকেন্ড
33.একটি সরল দোলকের দৈর্ঘ্য 4
ফুট। কোন স্থানে অভিকর্ষীয় ত্বরণ 32 ফুট/সেকেন্ড22 বেগ হলে ঐ স্থানে দোলকটির দোলনকাল হবে-
2.22 সেকেন্ড
22.2 সেকেন্ড
222 সেকেন্ড
0.22 সেকেন্ড
36.স্ফুটন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়?
তরলের সকল অংশে সংঘটিত হয়
শুধুমাত্র নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে
একটি মন্থর প্রক্রিয়া
এর হার সমগ্র তরলের আয়তনের উপর নির্ভরশীল
41.কোন ব্যক্তি যত বেগ সমতল দর্পণের দিকে চলে, সে তার প্রতিবিম্বের দিকে চলবে-
দ্বিগুণ হবে
সমবেগে
অর্ধেক বেগে
42.চশমার ক্ষমতা যদি +2 ডায়াপ্টার হয় তাহলে লেন্সটি-
অবতল, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার
উত্তল, ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার
উত্তল, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার
অবতল, ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার
43.উত্তল লেন্সের বৈশিষ্ট্য কোনটি?
ইহা একটি প্রতিসরণ মাধ্যম যার মধ্যভাগ সরু ও দুই প্রান্ত স্ফীত
লেন্সের লক্ষবস্তুর প্রতিবিম্ব সর্বদা অবাস্তব, সিধা ও ছোট হয়
ইহার বেলায় u, v
ও f ধন রাশি
ইহাকে আতসী কাঁচ হিসেবে ব্যবহার করা যায়
44.একটি বৈদ্যুতিক বাতির গায়ে
220 ভোল্ট ও 60 ওয়াট লেখা থাকলে বাতিটি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
220 ভোল্ট বিভব বৈষম্য বাতিটির প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তি খরচ হয়
220 ভোল্ট বিভব বৈষম্য বাতিটির মধ্য দিয়ে 510510 বিদ্যুৎ শক্তি প্রবাহিত হয়
বাতিটির রোধ 806.6 ওহম
প্রতি ঘন্টায় বাতিটির 0.06
ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হয়।
রসায়ন
34.বাতাস বিহীন স্থানে এক কিলোগ্রাম তুলা এক কিলোগ্রাম লোহার তুলনায়-
হালকা
ভারী
সমওজনের
35.স্থির চাপে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, তা হল-
0 K
273°K273°
273°C273°
0°K0°
37.নিচের কোনটি ইথাইল অ্যামিন?
CH3NH2
(CH3)2NH2
CH3CH2NH2
CH3OH
45.নিম্নে উল্লেখিত পরমাণুর মূল কণিকাগুলোর মধ্যে কোনটি খুবই অস্থায়ী?
ইলেকট্রন
প্রোটন
পজিট্রন
নিউট্রন
জীববিজ্ঞান
38.জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য?
মাটির গভীর হতে পানি আনার জন্য দীর্ঘ প্রধান মূল থাকে
ত্বকের উপর পুরু কিউটিকল স্তর থাকে
পরিবহন কলা সুগঠিত
মূল সুগঠিত নয়, কখনও কখনও অনুপস্থিত
39.প্রাণীর লোহিত রক্ত কণিকা পরিষ্কার পানিতে ডুবালে রক্ত কণিকা-
স্বাভাবিক থাকে
সংকুচিত হয়
স্ফীত হয়ে ফেটে যায়
উচ্চতর গণিত
40.প্রচ্ছায়া বড় ও উপচ্ছায়া ছোট হবে যদি থাকে-
বিন্দুবৎ আলোক উৎস ও বিস্তুত প্রতিবন্ধকে
বিস্তৃত আলোকে উৎস কিন্তু প্রতিবন্ধক অপেক্ষা ছোট
বিস্তৃত আলোকে উৎস কিন্তু প্রতিবন্ধক অপেক্ষা বড়
বিস্তৃত আলোকে উৎস কিন্তু প্রতিবন্ধকের সমান
রসায়ন
46.কোনটি আবিষ্ট প্রভাবক?
AICI3
Na2SO3
MgSO4
MnO2
48.নিচের কোন বিক্রিয়াটি দ্বি-বিয়োজন বিক্রিয়া?
2H2+O2=2H2O2
AgNO3+NaCl = AgCl + NaNO3
2Na+2HCl=2NaCl+H22
NaOH+HCl=NaCl+H2O
49.একটি জলীয় দ্রবণে এসিড যোগ করলে এর
pH
বাড়ে
কমে
পরিবর্তন হয় না
প্রথমে বাড়ে পরে কমে
50.আয়নিক যৌগের বৈশিষ্ট্য নয় কোনটি?
উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট
জৈব দ্রাবকে সাধারণত অদ্রবণীয়
দ্রবণে বিদ্যুৎ পরিবাহী
এর সমানুতা দেখা যায়
53.বর্ণনালীর সাতটি রংয়ের মধ্যে সালোক সংশ্লেষণে বেশি ব্যবহৃত অংশ-
লাল, কমলা, হলুদ ও আসমানী
লাল, কমলা, নীল ও বেগুনী
লাল, সবুজ, বেগুনী ও কমলা
কমলা, সবুজ, বেগুনী ও আসমানী
পদার্থবিদ্যা
47.আন্তঃআণবিক দূরত্বের বেলায় কোনটি সঠিক নয়?
গ্যাসীয় অবস্থান সর্বাপেক্ষী বেশি
হিলিয়ামের বেলায় দুই পরমাণুর মধ্যবর্তী দূরত্ব বুঝায়
বেড়ে যায় যদি নির্দিষ্ট ভরের পদার্থকে উত্তপ্ত করা হয়
একই পদার্থের বেলায় ভিন্ন চাপ ও তাপে অভিন্ন থাকে
58.পদার্থের তাপ পরিবহণাঙ্কের ক্রম অনুসারে নিম্নের কোনটি সঠিকভাবে সাজানো হয়েছে?
রূপা >
অ্যালুমিনিয়াম>তামা>লোহা
রূপা >
তামা>অ্যালুমিনিয়াম>লোহা
অ্যালুমিনিয়াম>রূপা > লোহা> তামা
তামা>রূপা>লোহা>অ্যালুমিনিয়াম
59.গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতি শক্তি হবে-
দ্বিগুণ
এক-চতুর্থাংশ
চারগুণ
সমান
60.চন্দ্র পৃষ্ঠে দুই ব্যক্তি আলাপ করলে-
একই শব্দ বার বার শুনবে
ভূ-পৃষ্ঠের তুলনায় কম সময়ে শুনবে
কেউ কারো কথা শুনবেনা
শুনবে, তবে শব্দের তীব্রতা হবে কম
জীববিজ্ঞান
51.আলু গাছের দেহকোষে ডিপ্লয়েড ক্রোমোসোমের সংখ্যা?
18
36
24
48
52.মাইটোসিস বিভাজনের বেলায় কোনটি সত্য নয়?
প্রোফেজে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়
মেটাফেজে সব ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে
প্রোমেটাফেজে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য-ক্রোমোসোম পরিণত হয়
টেলোফেজে ক্রোমোসোমগুলোতে আবার জলযোজন ঘটে
54.প্লাজমোডিয়ামের সাইজন্ট পাওয়া যায়-
অ্যানোফিলিস মশার পাকস্থলীতে
অ্যানোফিলিস মশার লালাগ্রন্থিতে
মানুষের লোহিত রক্ত কণিকায়
মানুষের যকৃতে
55.হাইড্রার প্রজনন হয়
অযৌন উপায়ে
দ্বি-বিভাজন, মুকুলোদগম ও যৌন উপায়ে
প্রতিকূল পরিবেশে বহু বিভাজন দ্বারা
অনুকূল পরিবেশ দ্বি-বিভাজন দ্বারা
English
56.Convert into one simple sentence-'This is my friend
whose name is Rahman.
My friend's name is Rahman
The name of my friends is Rahman
This my friend Rahman
This Rahman is my friend
57.Correct English translation of 'যখন খুশী আস’,
will be
Come when you are happy.
Come when you like
Come at a time when you like
Come as you like
রসায়ন
61.ক্যাথোড রশ্মি কঠিন পদার্থ দ্বারা বাধাপ্রাপ্ত হলে উৎপন্ন করে-
এক্স-রে
গামা-রে
বিটা-রে
সবগুলো
64.আর্দ্র অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য কোনটি ব্যবহৃত হয়?
শুষ্ক CaO
শুষ্ক CaCO3
শুষ্ক P2O5
শুষ্ক CaCl2
65.নিচের কোন উক্তিটি সঠিক নয়?
অনু শব্দটি প্রথম ব্যবহৃত হয় অ্যাভোগেড্রোর হাইপোথেসিসে
একই চাপ তাপমাত্রায় সকল গ্যাসের মোলার অায়তন সমান
যে কোন গ্যাসের আণবিক ভর তার বাষ্পীয় ঘনত্বের সমান
নাইট্রোজেন অনুতে দুইটি পরমাণু থাকে
66.100°C100° তাপমাত্রায় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে বেনজিনের নাইট্রেশান বিত্রিয়ায় তৈরি হয়-
নাইট্রোবেনজিন
মেটা-ডাই-নাইট্রোবেনজিন
অর্থো-ডাই-নাইট্রোবেনজিন
প্যারা-ডাই-নাইট্রোবেনজিন
67.দস্তাচূর্ণর সাথে ফেনল পাতিত করলে উৎপন্ন হয়-
বেনজিন
টলুইন
অ্যানিলিন
জাইলিন
68.NH3 গ্যাস বা দ্রবণ নেসলার দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় অ্যামিনো মারকিউরিক অায়োডাইডের অধঃক্ষেপ পড়ে যার বর্ণ-
লাল
সাদা
বেগুনী
বাদামী
74.যখন আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে হতে অন্য মাধ্যমে গমন করে তখন নিম্নের কোনটির পরিবর্তন হয় না?
বেগ
তরঙ্গদৈর্ঘ্য
শক্তি
কম্পাঙ্ক
75.কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচাইতে বেশি?
কাঁচ
পানি
কঠিন শিলা
হীরক
পদার্থবিদ্যা
62.টানা তারের আড় কম্পনের সূত্রমতে নিচের কোন উক্তিটি মিথ্যা?
তারের দৈর্ঘ্য বাড়ালে কম্পাঙ্ক দ্বিগুণ হবে
তারের টান চারগুণ হলে কম্পাঙ্ক দ্বিগুণ হবে
তারের কম্পাঙ্ক উহার ব্যাসার্ধের ব্যাস্তানুপাতিক
তারের কম্পাঙ্ক উহার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক
63.শব্দ তরঙ্গ-এর বেলায় কোনটি সত্য নয়?
শুধুমাত্র জড় মাধ্যমের সাহায্যে প্রবাহিত হতে পারে
ইহার তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ছোট
ইহা লম্বিক তরঙ্গ
মাধ্যমে ইহার সমবর্তন হয় না
73.কোনটি সঠিক নয়?
লোহা পারদে ভাসে
পঁচা ডিম পানিতে ভাসে
টাটকা ডিম গাঢ় লবণাক্ত পানিতে ভাসে
মোটা অপেক্ষা রোগা লোক সহজে পানিতে ভেসে থাকতে পারে
জীববিজ্ঞান
69.বহুপ্রান্তীয় অমরাবিন্যাসে অমরা সৃষ্টি হয়-
গর্ভাশয়ের শীর্ষভাগ হতে
বহুপ্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের মধ্যে অক্ষ হতে
এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের প্রাচীর হতে
এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের মূল হতে
70.সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় পাতার-
এপিডার্মিসে
কোষ ও শিরায়
পত্ররন্ধ্র ও বায়ু কুঠরীতে
প্যালিসেড ও স্পঞ্জিকলার কোষে
English
71.Choose appropriate phrase to fill up the gap in
sentence..... He showed .... when the danger came.
Cold fell
Cold shoulder
Cold water
Cold War
72.Correct translation of 'আমাকে তাহার সহিত দেখা করিতে হয়’
I
want to see him
I am to see him
I wanted to see him
I shall see him
পদার্থবিদ্যা
76.কোন একটি বস্তু সমবেগে চললে বস্তুটির-
বেগের দিকের পরিবর্তন পারে
দ্রুতির পরিবর্তন হতে পারে
ত্বরণ শূন্য হবে
ত্বরণ সমত্বরণ হবে
78.আলোকের সুবিন্যস্থ ব্যতিচার সৃষ্টি জন্য নিম্নের কোন শর্তটি প্রয়োজনীয় নয়?
আলোক উৎস দুটি সুসঙ্গত হতে হবে
আলোক তরঙ্গ দুইটির কম্পাঙ্ক সমান হবে
আলোক তরঙ্গ দুইটি বিপরীত দিক সঞ্চালিত হবে
আলোক তরঙ্গ দুইটি এক রঙের উৎস হতে সঞ্চালিত হবে
রসায়ন
77.বিটা (β) রশ্মির-
ভর 9.1×10−28 9.1×10-28 গ্রাম
গ্যাসকে অায়নিত করার ক্ষমতা α� রশ্মি অপেক্ষা কম
ভেদন ক্ষমতা α� রশ্মি অপেক্ষা বেশি
কোন চার্জ নেই
79.কোন তথ্যটি সঠিক নয়?
100% H2SO4 বিদ্যুৎ অপরিবাহিী
Cl2 শুষ্ক অবস্থায় কোন বস্তুকে বিরঞ্জন করতে পারে
NH3 একটি লুইস ক্ষারক
H2CO3 একটি দুর্বল এসিড
80.কার্বোহাইড্রোটের সঠিক উপাদান-
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও অক্সিজেন
কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন
81.ফেরাস লবণের বেলায় কোনটি সঠিক নয়?
অনার্দ্র ফেরাস লবণ বর্ণহীন
আর্দ্র ফেরাস লবণ সবুজ
পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণে গাঢ় নীল অধঃক্ষেপ দেয়
NH4OH দ্রবণে লালচে বাদামী অধঃক্ষেপ দেয়
82.কোনটি মিথ্যা?
লোহাকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করা যায় না
পানিকে 220°C220° -এ ফুটানো সম্ভব
হিলিয়ামের অণু পরমাণুর মধ্যে কোন পার্থক্য নেই
এক মোল চিনিতে 6.023×10236.023×1023 টি অণু আছে
83.জারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটি?
মৌল ইলেকট্রন হারায়
মৌলের যোজ্যতা কমে
সহজে নাইট্রেশন করা হয়
হ্যালোজিনেশনের জন্য হ্যালোজেন বাহকের প্রয়োজন হয়
84.নিচের কোনটি অ্যারোমেটিক যৌগের বেলায় সঠিক নয়?
বদ্ধ শিকল বিশিষ্ট
এক কার্বন বিশিষ্ট হতে পারে
সহজে নাইট্রেশন করা যায়
হ্যালোজিনেশনের জন্য হ্যালোজেন বাহকের প্রয়োজন হয়
জীববিজ্ঞান
85.কোনটি ফ্লোয়েম কলার উপাদান নয়?
সীভনল
ফ্লোয়েম প্যারেনকাইমা
ট্রাকিড
ফ্লোয়েম ফাইবার
86.কোনটি মিথ্যা?
মটর কাণ্ডের আকর্ষী শেষ পত্রক সমূহের রূপান্তর
গোল আলু মূলের রূপান্তর
আদা কাণ্ডের রূপান্তর
লেবু মুকুলের রূপান্তর
87.পত্রের বিন্যাস অনুযায়ী গোলাপ পত্র-
দ্বি-পক্ষক যৌগিক পত্র
অচূড়-পক্ষল যৌগিক পত্র
করতলাকার যৌগিক পত্র
সচূড় পক্ষল যৌগিক পত্র
88.জিনের সাধারণ বৈশিষ্ট্য নয় কোনটি?
জিন ক্রোমোজোমের অবিচ্ছিন্ন অংশ
জিন RNA দ্বারা গঠিত
জিন RNA দ্বারা গঠিত
জিনের আয়তন প্রায় 1/20
(মাইক্রণ)
English
89.Correct translation of 'শেষ ভাল যার সব ভাল তার’।
Those who end well has all well
He who ends well has well in all
All's well that ends well
All well if well is the end
90.Find out the correct sentence.
Not less than fifty men were present
Not less than fifty men was present
Not fewer than fifty men were present
Not fewer than fifty men was present
English
91.Find out the correct sentence-
This is the only one of his poems which are worth reading
This is the only of his poems that is worth reading
This is the only one of his poems that are worth reading
This is the only one of his poems that is worth reading
রসায়ন
92.নিচের কোনটি আদর্শ বিদ্যুৎ কোষ?
লেকল্যান্স কোষ
ড্যানিয়েল কোষ
বাইক্রোমেট কোষ
ওয়েষ্টন-ক্যাডমিয়াম কোষ
95.গৌণ নভোরশ্মিতে কোনটি থাকে না?
আলফা কণা
প্রোটন
ফোটন
ইলেকট্রন
96.কোনটি মৌলিক বর্ণ নয়?
লাল
সবুজ
হলুদ
আসমানী
98.কোন রাসায়নিক বিক্রিয়ায় Fe++ যখন Fe+++ এ পরিবর্তিত হয়, ইহা-
একটি প্রোটন হারায়
একটি ইলেকট্রন লাভ করে
একটি ইলেকট্রন হারায়
একটি প্রোটন লাভ করে
99.স্থায়ী খরতা বিশিষ্ট পানির লবণ সমূহ-
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের ক্লোরাইড
ক্যালসিয়াম, পটাশিয়াম ও আয়রনের বাইকার্বনেট
ম্যানেসিয়াম, পটাশিয়াম ও জিঙ্কের সালফেট
আয়রণ, ক্যালশিয়াম ও অ্যালুমিনিয়ামের সালফেট
100.কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কোনটি সবচাইতে বিশুদ্ধ লোহা-
সাদা ঢালাই লোহা
ধূসর ঢালাই লোহা
ইস্পাত
পেটা লোহা
101.কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে 5
NaOH গ্রাম থাকলে দ্রবণটির নরমালিটি হবে-
1.25
12.5
0.125
1.52
102.H2O2 এর জন্য কোনটি সত্য?
লঘু জলীয় দ্রবণে নিরপেক্ষ
লঘু জলীয় দ্রবণে অম্লীয়
গাঢ় জলীয় দ্রবণে ক্ষারীয়
গাঢ় জলীয় দ্রবণে অম্লীয়
103.O3 এর বেলায় কোন কোনটি সত্য নয়?
বায়ু অপেক্ষা দেড়গুণ ভারি
একটি প্রবল জারক
উচ্চ তাপমাত্রায় স্থায়ী
দ্রবণ থেকে বিমুক্ত করে
পদার্থবিদ্যা
93.চল চুম্বক গ্যালভানোমিটারের বেলায় কোনটি সত্য নয়?
10−510-5 অ্যাম্পিয়ারের কম বিদ্যুৎ প্রবাহমাত্রা মাপা যায় না
স্থান পরিবর্তন গ্যালভানোমিটারের হ্রাসাংক পরিবর্তন হয়
যন্ত্রের কুণ্ডলীকে যে কোন অবস্থায় রেখে বিদ্যুৎ প্রবাহমাত্রা মাপা যায়
যন্ত্রের আকারের মান হতে বিদ্যুৎ প্রবাহমাত্রা সরাসরি নির্ণয় করা যায়
94.পরিবাহীর রোধ সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়?
সেলিয়ামের উপর আলোক রশ্মি পড়লে উহার রোধ কমে
চৌম্বক ক্ষেত্রের প্রাবাল্য বাড়লে বিসমাথ ধাতুর রোধ বাড়ে
কার্বন গুড়ার উপর চাপ বাড়লে উহার রোধ কমে
সংকর ধাতুর রোধ এদের উপাদানের রোধ অপেক্ষা কম
উচ্চতর গণিত
97.জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ে নিম্নের কোন ফর্মূলাটি সঠিক?
বৃত্তের ক্ষেত্রফল = πr2πr2
সিলিন্ডারের ক্ষেত্রফল = 12×πr112×πr1
গোলকের ক্ষেত্রফল = 2πr22πr2
ত্রিভূজের ক্ষেত্রফল = 12×(1×b)12×(1×b)
জীববিজ্ঞান
104.শ্বসণের বিক্রিয়াগুলি প্রাথমিক পর্যায়ে ঘটে-
ক্লোরোপ্লাষ্টে
সাইটোপ্লাজমে
মাইটোকন্ড্রিয়ায়
সাইটোপ্লাজম ও মাইটোকন্ডিয়ায়
105.অঙ্কুরায়নের সাফল্য নির্ভয় করে নিচের কোন প্রক্রিয়ার উপর?
অভিস্রবন
পরিশোষণ
ব্যাপন
প্রস্বেদন
জীববিজ্ঞান
106.কুমড়া কাণ্ডে পেরিসাইকেল-
বহুস্তুর বিশিষ্ট ও স্ক্লেরেনকািইমা কলা দ্বারা গঠিত
একস্তর বিশিষ্ট ও প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত
বহুস্তর বিশিষ্ট ও স্ক্লেরেনকাইমা এবং প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত
উপরের কোনোটিই সত্য নয়
English
107.The Correct passive statement of 'Shall I ever Forget
those happy days' will be.
Will those happy days be ever forgotten
Will those happy days be never forgotten
Shall those happy days be never forgotten
Are those happy days be never forgotten
108.Choose appropriate Prepositions to fill up the gaps in
the gaps in the sentence. He was fined _____ negleet ____ doing his duty.
to, on
with, of
of, for
for, in
পদার্থবিদ্যা
109.কৌণিক বেগের একক
rad/sec, হলে, 1 red বা রেডিয়ান প্রায়-
60.3°60.3°
33.6°33.6°
57.3°57.3°
53.7°53.7°
110.কোনটি চৌম্বক বলরেখার ধর্ম নয়?
ইহারা সমান্তরাল সরলরেখা
ইহারা পরস্পরকে কখনও ছেদ করে না
ইহারা পরস্পরের উপর আড়াআড়ি ভাবে পার্শ্ব প্রয়োগ করে
ইহারা স্থিতি স্থাপক সূতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়
111.32 ও 36 সিজি এস একক শক্তি বিশিষ্ট দুটি চৌম্বক মেরু বাতাসে পরস্পর হতে 12 সে.মি. দূরে থাকলে পরস্পরের উপরে ক্রিয়াশীল বলের মান হবে-
6 ডাইন
3 ডাইন
9 ডাইন
8 ডাইন
112.পারদ থার্মোমিটার দিয়ে নিচের কোন তাপমাত্রাটি মাপা সম্ভব?
0°C0° থেকে 100°C100°
−273°C-273° থেকে 100°C100°
30°C30° থেকে 300°C300°
−20°C-20° থেকে 373°C373°
113.ওয়েরস্টেড কিসের একক?
চৌম্বক ক্ষেত্র
চৌম্বক বিভব
চৌম্বক ভ্রামক
চৌম্বক প্রাবল্য
রসায়ন
114.চাপ প্রয়োগে বরফের গলনাঙ্ক-
আয়তনের উপর নির্ভর করে বাড়ে বা কমে
কমে
কোন পরিবর্তন হয় না
বাড়ে
115.অ্যাকোয়া রেজিয়া তৈরি হয় গাঢ় HNO3 এর সাথে কোনটির বিক্রিয়ার ফলে-
গাঢ় H2SO4
গাঢ় HCl
গাঢ় H3PO4
গাঢ় HBr
116.উজ্জ্বল সূর্যালোকে সাধারণ তাপমাত্রায় বেনজিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে-
বেনজাইল ব্রোমাইড
বেনজিন হেক্সাব্রোমাইড
ব্রোমা বেনজিন
কোনোটিই নয়
117.CCl3NO2 হচ্ছে-
বায়ুর গ্যাস
লেউইসাইট গ্যাস
মাস্টার্ড গ্যাস
টিয়ার গ্যাস
118.ইথিলিনের বেলায় কোনটি সত্য নয়?
বায়ুর প্রায় সমান ভারী
পানিতে সামান্য দ্রবণীয়
উজ্জ্বল শিখাসহ জ্বলে
অ্যামোনিয়া AgNO3 যুক্ত দ্রবণের সাথে ধূসর সাদা অধঃক্ষেপ দেয়
119.100°C100° তাপমাত্রায় গাঢ় H2SO4 কে সমপরিমাণ C2H5OH দিয়ে বিক্রিয়া করালে উৎপন্ন হয়-
ইথিলিন
ডাই ইথাইল ইথার
ইথাইল হাইড্রোজেন সালফেট
ইথেন
120.অসওয়াল্ড পদ্ধতিতে বিশুদ্ধ NH3 হতে HNO3 উৎপাদন প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়-
ম্যাঙ্গানিজ
ম্যাগনেসিয়াম
প্লাটিনাম
জিঙ্ক
জীববিজ্ঞান
121.অঙ্কুরোদগমের ক্ষেত্রে কোনটি সত্য?
প্রথমে ভ্রূণ মুকুল বের হয়
অক্সিজেনের অনুপস্থিতিতে হতে পারে
অক্সিন এতে বাধা দেয়
ডরমিন এতে সাহায্য করে না
122.প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকে পরিবাহিত হয়-
কার্বনিক এসিড রূপে
বাইকার্বনেট রূপে
কার্বামিনো যৌগ রূপে
উপরের তিন ভাবে
123.দেশের উত্তরাঞ্চলে গলগণ্ড রোগ বেশি হয়, কারণ এখানে-
অাবহাওয়া শুষ্ক
বাইকার্বনেট রূপে
জমিতে আয়োডিন কম
বনাঞ্চল কম
124.কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
এইডস
জলাতঙ্ক
ডিপথেরিয়া
হুপিংকফ
127.ক্যাটকিন-
অমরা বিন্যাস সস্পর্কিত
বিশেষ ধরনের পুস্পবিন্যাস
বিশেষ ধরনের পত্রবিন্যাস
বিশেষ ধরনের টিক্সির্স
130.কাঁঠালের ভক্ষণীয় অংশ -
মঞ্জরীপত্র, পুষ্পপুট এবং বীজ
রিসিপ্টাকল, পুষ্পপুট এবং মঞ্জরীপত্র
বসালো রিসিপ্টাকল এবং বীজ
কোনোটিই নয়
131.ব্যাঙের শ্রোণীচক্রের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ইলিয়াম
ইশ্চিয়াম
পিউবিস
ফিমার
132.ব্যাঙের ফুসফুসীয় শ্বসনে কোথায় অক্সিজেন -কার্বন-ডাই অক্সাইডের আদান প্রদান ঘটে ?
অ্যালভিলাই
ব্রঙ্কিওল
ব্রঙ্কি
গ্লটিস
134.বিষম পরিণতি -
সবাত শ্বসনের একটি ধাপ
প্রস্বেদন প্রক্রিয়ার একটি ধাপ
কিছু উভয় লিঙ্গ পুষ্পে পরাগধানী ও গর্ভমুণ্ড এক সাথে পরিণত না হওয়ার অবস্থা
আলুর ভাইরাসজনিত ধ্বসা রোগের পরিণতি
135.ব্যাঙ তার দুই চোখ দিয়ে দুটি পৃথক বস্তু একই সাথে -
দেখে
দেখে না
কাছের হলে দেখেনা
দূরের হলে দেখে না
English
125.Find out the correct sentence-
He is as tall as me
He is as tall as I
He is as tall as mine
He is as tall like me
126.Correct translation of - যেসব কৃষক দরিদ্র তারা ঋণের জন্য আবেদন করেছে?
The farmers have applied for a loan who are poor
The poor who have applied for a loan are farmers
The poor are farmers who have applied for a loan
The farmers who are poor have applied for a loan
রসায়ন
128.নিম্নের কোন সমীকরণটি কপার মূলক শনাক্তকরণ সিক্ত পরীক্ষা বুঝায়?
2CuSO4+4Kl =2K2SO4+Cu2I+I22
2CuSO4+K4[Fe(CN)6]=Cu[Fe(CN)6] +K2SO42
5Cu +2HNO3=5CuO +N2+H2SO45
CuSO4 +H2S =CuS+H2+SO4
129. কোন হ্যালোজেনটি পানির সাথে বিক্রিয়া করে হাইড্রাসিড তৈরি করে না -
ক্লোরিন
ফ্লোরিন
ব্রোমিন
নিজে চেষ্টা করুন
পদার্থবিদ্যা
133.একটি ঘন ক্ষেত্র বিশিষ্ট পাত্র পানি পূর্ণ আছে। পানির মোট চাপ রাখা পানির ওজনের -
দ্বিগুণ
চারগুণ
অর্ধেক
নিজে চেষ্টা করুন
জীববিজ্ঞান
136.ভৌম পুষ্পদণ্ড -
এক প্রকার দুর্বল কাণ্ড
ভূনিম্নস্থ কাণ্ড হতে বের হয়ে আসা শাখাবিহীন কাণ্ডবৎ পুষ্পদণ্ড
বিশেষ ধরনের পুষ্প
মঠাকৃতি শাখান্বিত কাণ্ড
138.অ্যামিবার ম্পোরুলেশন এর বেলায় কোনটি সত্য নয়?
ক্রোমাটিন গুচ্ছগুলি নিউক্লিয়াসের পর্দা ভেদ করে সাইটোপ্লাজমে ছড়ায়
নতুন সৃষ্ট কোষগুলির আবৃত থাকে
তিনস্তর বিশিষ্ট সৃষ্ট দ্বারা আবৃত থাকে
স্পোরগুলি পরিণতি হওয়ার সাথে সাথেই প্রক্রিয়া শেষ হয়।
139.নিচের কোন ফুলগুলি হাইপ্রোক্রেটিবি ফরম দলের?
সূর্যমূখী ও ধুতুরা
বেগুন ও আকন্দ
তুলসী ও বাসক
নয়নতারা ও শেফালী
140.ব্যাঙের সাইয়াটিক ধমনি শরীরের কোন অংশে রক্তে সরবরাহ করে?
মূত্রাশয় ওু অংকীয়দেহ প্রাচীরে
পশ্চাৎ পদের নিম্নাঞ্চলে
উরুতে
জনন অঙ্গে
141.নিচের কোন গ্রন্থিটি সোনা ব্যাঙে নেই ?
অগ্ন্যাশয়
আন্ত্রিক
প্যারোটিড
142.কুনো ব্যাঙের প্যারোটিড গ্রন্থি নিঃসৃত রসের কাজ কোনটি?
শর্করা জাতীয় খাদ্য পরিপাক
আমিষ জাতীয় খাদ্য পরিপাক
স্নেহ জাতীয় খাদ্য পরিপাক
শত্রুদমন ও পরিপাক
143.নিচের কোনটি আরশোলার রেচন কাজে জড়িত নয়?
মালপিজিয়ান নালিকা
কিউটিকল
ক্রপ
144.ব্যাঙাচির থাইরয়েড গ্রন্থি অপসারণ করা হলে ব্যাঙাচিটির রুপান্তর -
তাড়াতাড়ি হয়
ধীরে ধীরে হয়
স্থগিত থাকে
নিজে চেষ্টা করুন
146.কেঁচোর বেলায় কোনটি সত্য নয় ?
নিউক্লিয়াস যুক্ত
বর্ণহীন
রক্তরসে ভাসে
নিজে চেষ্টা করুন
147.কেঁচোর বেলায় কোনটি সত্য নয়?
নিষিক্ত ডিমের রক্ষা আবরণকে কোকুন বলে
জীবনালক্ষ্যে লার্ভা দশা থাকে
চারজোড়া শুক্রধানী থাকে
এক জোড়া ডিম্বনালী থাকে
148.ক্যাটকিন -
অমরা বিন্যাস সম্পর্কিত
বিশেষ ধরনের পুষ্পবিন্যাস
বিশেষ ধরনের পত্রবিন্যাস
বিশেষ ধরনের টিক্সর্স
149.Spriogyra সম্পর্কে কোনটি সত্য নয়?
দেহ সবুজ, অশাখ ও সূত্রাকার
কোষ এক নিউক্লিয়াস বিশিষ্ট ও সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট যুক্ত
স্বভোজী ও সঞ্চিত খাদ্য শর্করা জাতীয়
যৌন প্রজনন হয় গ্যামেট্যানজিয়াল কপুলেশন পদ্ধতিতে
150.দেশের উত্তরাঞ্চলে গলগণ্ড রোগ বেশি হয়, কারণ এখানে -
আবহাওয়া শুষ্ক
বাইকার্বনেট রুপে
জমিতে আয়োডিন কম
বনাঞ্চল কম
পদার্থবিদ্যা
137.কোন একটি দীপক হতে ১০ ফুট দূরে দীপণ মাত্রা ২ ফুট বাতি। দীপকটির দীপণ ক্ষমতা -
১০০ বাতি ক্ষমতা
২০০ বাতি ক্ষমতা
২২০ বাতি ক্ষমতা
৪৪০ বাতি ক্ষমতা
সাধারণ জ্ঞান
145.কেঁচোর পুংজনন রন্ধ্র কোন দেহখন্ডকে অবস্থিত?
১৮
১৫
২০
নিজে চেষ্টা করুন
No comments