দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন ১ম সাময়িক পরীক্ষা
স্কুল অব এক্সিলেন্স
মডেল
টেস্ট -১
শ্রেণি:
২য়
বিষয়ঃ
বাংল
সময়ঃ
২ ঘণ্টা পূর্ণমানঃ
১০০
১। নিচের প্রশ্নগুলোর
উত্তর লিখ: ২
x ৫ = ১০
(ক) দাদিমা খুশি হয়েছেন কেন? (খ) মৌয়ালদের কাজ কী?
(গ) নানার জন্য কে নাশতা নিয়ে এলো? (ঘ) সকলের মুখে হাসি কেন?
(ঙ) বাগানে কী কী গাছ আছে?
২। শব্দের অর্থ লিখ: ২
x ৫ = ১০
হেলা, চাষা, মিষ্টি, মৌয়াল, শেফালি
৩। শূন্যস্থান পূরণ কর: ২
x ৫ = ১০
(ক) ................... ফুল দিয়ে মালা গাঁথি। (খ) নৌকা ভেসে ...................।
(গ) আমাকে দেখে নানা ................... খুশি হয়েছেন। (ঘ)
আরেক পাশে আছে ................... ................... সবজি। (ঙ) ................... পানি ঢেলে দিল।
৪। যুক্তবর্ণ ভেঙ্গে দেখাও : ২
x ৫ =১০
ন্দ, ন্ন, ঙ্গ, ন্ত, ন্ড
৫। বাক্য তৈরি কর: ২
x ৫ = ১০
ঔষধ, সকাল, জেলে, সুন্দর, বাগান
৬। বিরাম চিহ্ন বসাও: ১০
ও এই কথা এই যে তুমি রোদে বসে পড়ছ তোমার ভালো লাগছে
৭। ‘আমাদের দেশ’ কবিতা প্রথম ৪ লাইন লিখ । ১০
৮। বানান শুদ্ধ কর: ২
x ৫ = ১০
জকাগ, জাবায়, য়েড়িজ, থিঅতি, নদিপ্রতি
৯। শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি কর: ২
x ৫ = ১০
(ক) লাগাটাই মিঠা ভালো এই। (খ) ধরল নানাকে জড়িয়ে।
(গ) আছে নানারকম গাছ সুন্দরবনে। (ঘ) দাদিমা খুব সুন্দর তুমিও।
(ঙ) রাখাল বাঁশি বাজায় বেলা কেটে যায়।
১০। ‘আমার মা’ সম্বন্ধে ৫টি বাক্য লিখ। ১০
No comments