দ্বন্দ্ব সমাস কাকে বলে উদাহরণ সহ লিখ

দ্বন্দ্ব সমাস
যে সমাসে পূর্বপদ পরপদ- উভয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। এই সমাসে ব্যাসবাক্যে পূর্বপদ পরপদের সম্বন্ধ স্থাপনে , এবং, আর- এই তিনটি অব্যয় ব্যবহৃত হয়
যেমন- মা বাপ = মা-বাপ। এখানে পূর্বপদমা পরপদবাপ ব্যাসবাক্যেমাবাপদুইজনকেই সমান প্রাধান্য দেয়া হয়েছে, এবং দুজনকেই বোঝানো হয়েছে। অর্থাৎ, পূর্বপদ পরপদ, উভয়েরই অর্থের প্রাধান্য রক্ষিত হয়েছে। তাই এটি দ্বন্দ্ব সমাস

No comments

Powered by Blogger.