বাংলা ভাষা ও সাহিত্যে যা প্রথম

বাংলা ভাষা সাহিত্য

বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় নবম শতাব্দীতে বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। খ্রিষ্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বৌদ্ধ দোঁহা-সংকলন চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। প্রাচীন মধ্যযুগীয় বাংলা সাহিত্য ছিল কাব্যপ্রধান। হিন্দুধর্ম, ইসলাম বাংলার লৌকিক ধর্মবিশ্বাসগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই সময়কার বাংলা সাহিত্য। মঙ্গলকাব্যবৈষ্ণব পদাবলিশাক্তপদাবলি, বৈষ্ণব সন্তজীবনীরামায়ণমহাভারত  ভাগবতের বঙ্গানুবাদ, পীরসাহিত্য, নাথসাহিত্য, বাউল পদাবলি এবং ইসলামি ধর্মসাহিত্য ছিল এই সাহিত্যের মূল বিষয়
বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত হয় খ্রিষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে। ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের যুগে কলকাতা শহরকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা হয়। এই সময় থেকে ধর্মীয় বিষয়বস্তুর বদলে মানুষ, মানবতাবাদ মানব-মনস্তত্ত্ব বাংলা সাহিত্যের প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর বাংলা সাহিত্যও দুটি ধারায় বিভক্ত হয়: কলকাতা-কেন্দ্রিক পশ্চিমবঙ্গের সাহিত্য ঢাকা-কেন্দ্রিক পূর্ব পাকিস্তান-বাংলাদেশের সাহিত্য। বর্তমানে বাংলা সাহিত্য বিশ্বের একটি অন্যতম সমৃদ্ধ সাহিত্যধারা হিসেবে পরিগণিত হয়ে থাকে
বাংলা ভাষা সাহিত্যে যা প্রথম
প্রথম বিষয়
সৃষ্ট বিষয়
রচয়িতা/সম্পাদক/অনুবাদক
 প্রকাশকাল
বাংলা ভাষার প্রথম গ্রণয়োপাখ্যান
ইউসুফ জুলেখা
শাহ মুহম্মদ সগীর
পঞ্চদশ শতকের প্রথম দশক
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ
পর্তুগিজ বাংলা ব্যাকরণ
ম্যানুয়েল দ্য অ্যাসসুম্পাসাও
১৭৩৪
বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ
কথোপকথন
উইলিয়াম কেরি
অষ্টাদশ শতকে
ছাপার অক্ষরে প্রথম বাংলা বই
কৃপার শাস্ত্রের অর্থভেদ
ম্যানুয়েল দ্য অ্যাসসুম্পাসাও

বাংলা ভাষার প্রথম প্রবন্ধ গ্রন্থ
বেদান্ত
রাজা রামমোহন রায়
১৮১৫
বাংলা ভাষার প্রথম সাময়িকী
দিগদর্শন
জনক্লার্ক মার্শম্যান (শ্রীরামপুরের মিশনারীগণ)
১৮১৮
ঢাকার প্রথম বাংলা ছাপাখানা
বাংলা প্রেস
সুন্দর মিত্র (প্রতিষ্ঠাতা)
প্রতিষ্ঠা-১৮৬০
মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা
সমাচার সভারাজেন্দ্র
শেখ আলীমুল্লাহ
১৮৩১
বাংলা ভাষার প্রথম নাটক
ভদ্রার্জুন
তারাপদ শিকদার
১৮৫২
বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক
কুলীন কুল সর্বস্ব
রামনারায়ণ তর্করত্ন
১৮৫৪
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস
আলালের ঘরের দুলাল
প্যারীচাঁদ মিত্র
১৮৫৮
আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য
পদ্মিনী উপাখ্যান
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১৮৬০
বাংলা ভাষার প্রথম প্রহসন
একেই কি বলে সভ্যতা বুড়োশালিকের ঘাড়ে রোঁ
মাইকেল মধুসূদন দত্ত
১৮৫৯
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ
নীল দর্পন
দীনবন্ধু মিত্র
১৮৬০
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য
মেঘনাদবধ
মাইকেল মধুসূদন দত্ত
১৮৬১
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক
কৃষ্ণকুমারী
মাইকেল মধুসূদন দত্ত
১৮৬১
বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাসধর্মীয় অনুবাদগ্রন্থ
কপালকুন্ডলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৮৬৬
প্রথম মহিলা লেখকের উপন্যাস
দীপনির্বাণ
স্বর্ণকুমারী দেবী
১৮৭৬
প্রথম বাংলায় অনুদিত কুরআন শরীফ
ধর্মীয় অনুবাদগ্রন্থ
ভাই গিরিশচন্দ্র সেন
১৮৮১-১৮৮৬
বাংলা ভাষার প্রথম মৌলিক ট্রাজেডি
কীর্তিবিলাস
যোগেন্দ্র নাথ গুপ্ত
১৮৫২
ইংরেজি ভাষার প্রথম বাংলা ব্যাকরন
A Grammer of the Bengali Language
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
১৭৭৮
ছাপাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক জীবনীগ্রন্থ
রাজা প্রতাপাদিত্য চরিত
রামরাম বসু
১৮০৯
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যকরণ
বাংলা ব্যকরণ
উইলিয়াম কেরি
১৮১৮
বাংলা সহিত্যের প্রথম আধুনিক নাটক
শমিষ্ঠা
মাইকেল মধুসূদন দত্ত
১৮৫৮
প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলনস্থল
কাশিমবাজার

১৯০৬
একুশের প্রথম নাটক
কবর
মুনীর চৌধুরী
১৯৫৩

No comments

Powered by Blogger.