উদ্দেশ্য ও বিধেয়

প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে- উদ্দেশ্য বিধেয়
বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে
বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, তাই বিধেয়
যেমন- বইটি খুব ভালো
বাক্যটিতে বইটিসম্পর্কে বলা হয়েছে। সুতরাং, এখানেবইটিউদ্দেশ্য। অন্যদিকে, ‘বইটিসম্পর্কে বলা
হয়েছেখুব ভালো এইখুব ভালোবাক্যটির বিধেয় অংশ
উদ্দেশ্য অংশ একটি শব্দ না হয়ে একটি বাক্যাংশও হতে পারে। এবং সেই শব্দ বা বাক্যাংশটি শুধু বিশেষ্য- হবে, এমন কোন কথাও নেই। উদ্দেশ্য বিশেষণ বা বিশেষণভাবাপন্ন বাক্যাংশ, এমনকি ক্রিয়াভাবাপন্ন বাক্যাংশও হতে পারে
উদ্দেশ্য            বিধেয়
সৎ হওয়া              খুব কঠিন। (এখানে ক্রিয়াভাবাপন্ন বাক্যাংশ উদ্দেশ্য)
সৎ লোকেরাই      প্রকৃত সুখী। (এখানে বিশেষণভাবাপন্ন বাক্যাংশ উদ্দেশ্য)

No comments

Powered by Blogger.