ধ্বনি কাকে বলে? উহা কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখ

কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একক-ই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশেলষণ করলে অনেকগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন- , , ক্, খ্, ইত্যাদি
প্রকারভেদ
প্রকৃতপক্ষে ধ্বনি মূলত প্রকার- স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি
 . স্বরধ্বনি
ধ্বনি উচ্চারণের সময় মানুষ ফুসফুস থেকে কিছু বায়ু ছেড়ে দেয়। এবং সেই বায়ু ফুসফুস কণ্ঠনালী দিয়ে এসে মুখ দিয়ে বের হওয়ার পথে বিভিন্ন জায়গায় ধাক্কা লেগে বা বাঁক খেয়ে একেক ধ্বনি উচ্চারণ করে। যে
ধ্বনিগুলো উচ্চারণের সময় এই বাতাস কোথাও বাধা পায় না, বা ধাক্কা খায় না, তাদেরকে স্বরধ্বনি বলে। যেমন, , , , , , , ইত্যাদি। এগুলো উচ্চারণের সময় বাতাস ফুসফুস হতে মুখের বাহিরে আসতে কোথাও ধাক্কা খায় না
 . ব্যঞ্জনধ্বনি
যে সব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখের বাহিরে আসার পথে কোথাও না কোথাও ধাক্কা খায়, বা বাধা পায়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন- ক্, খ্, গ্, ঘ্, ইত্যাদি।  ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু জিহবামূল বা কণ্ঠ্যে ধাক্কা খায়। তাই এগুলো ব্যঞ্জনধ্বনি

No comments

Powered by Blogger.