১.৪ ধাত্ববয়ব

সংস্কৃত ব্যাকরণ থেকে গৃহীত পাঁচটি প্রত্যয়ের একটি। বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ কৌমুদীতে বলা হয়েছে- ধাতুর উত্তর (ণিচ), (সন্) প্রভৃতি এবং প্রাতিপাদিকের উত্তর , কাম্য প্রভৃতি যে সমস্ত প্রত্যয় হয়, তাহাদিগকে ধাত্ববয়ব (Parts of roots) বলে। এই বিচারে যে সকল প্রত্যয়কে ধাত্বয়ব বলা হয়। মূলত এই প্রত্যয় কোন ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে নতুন ক্রিয়ামূল তৈরি করে। ফলে এই প্রত্যয় মূল ক্রিয়ামূলের অংশ (Parts of roots) অংশ হিসাবে বিবেচনা করা হয়
যেমন- √চল্ (গমন করা) + (ণিচ)= √চালি
চল্ (গমন করা) + (যঙ্)= √চঞ্চল
শ্রু (শ্রবণ) + (সন্) =√শুশ্রুষ্
নিচে ধাত্ববয়বের তালিকা দেওয়া হলো
(ণিচ)
(যঙ্)
(সন্)

No comments

Powered by Blogger.