কারক কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখ

কারক শব্দের আক্ষরিক অর্থযা ক্রিয়া সম্পাদন করে
বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলে
প্রচলিত বাংলা ব্যাকরণের সংজ্ঞায় বলা হয়বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্বন্ধই হলোকারক। বাংলা ব্যাকরণের এই সংজ্ঞাকে গ্রহণ করা হয়েছে, পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ অনুসারে। এই ব্যাকরণেরক্রিয়ান্বয়ি কারকমবাক্যটির সরল বাংলা দাঁড়ায় ক্রিয়ার সহিত যাহার অন্বয় হয়, তাকে কারক
বলে
সংস্কৃত ব্যাকরণ অনুসারে তিনটি পদ কারক হিসাবে বিবেচিত হয় না। এই পদ তিনটি হলো
. ক্রিয়াপদ।
. সম্বোধন পদ কারক হবে না। যেমনওহে, বাড়ি চলো। এখানেওহেকারক হবে না।
. সম্বন্ধ পদ কারক হবে না। যেমন রাজার ছেলে বাড়ি যায়। এখানেরাজারশব্দটির সাথে ক্রিয়ার সম্পর্ক নেই, আছে ছেলের সাথে
পাণিনির অষ্টাধ্যায়ী মতে
অপাদান-সম্প্রদান-করণাধার-কর্মণাম্।
কর্ত্তুশ্চান্যোন্য-সন্দেহে, পরমেকং প্রবর্ত্ততে
এই বিচারে কারককে সংখ্যা ৬টি এগুলো হলো- অপাদান, সম্প্রদান, করণ, অধিকরণ, কর্ম, কর্তা
পাশ্চাত্য ব্যাকরণে সম্বন্ধপদকে কারক হিসাবে বিবেচনা করা হয়। Wordnet -এর মতে– case, grammatical case–nouns or pronouns or adjectives (often marked by inflection) related in some way to other words in a sentence) এই সূত্রে সংস্কৃত রীতি অনুসারে সৃষ্ট বাংলা কারক এবং পাশ্চাত্য ব্যাকরণের কারক একরকম হয় না। যেমন
. কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকরণ কারকের সাথে পাশ্চাত্য কারকের মিল পাওয়া গেলেও, অন্যান্য কারকের ক্ষেত্রে মিল পাওয়া যায় না। যেমন-
. পাশ্চাত্য ব্যাকরণে সম্প্রদানকারক নাই।
. সম্বন্ধ এবং সম্বোধন পদ বাংলাতে কারক নয়, কিন্তু পাশ্চাত্য মতে এই দুটি পদ পৃথক কারক হিসাবে বিবেচনা করা হয়
বাংলা এবং পাশ্চাত্য ব্যাকরণ মতে কারকের যে কয়টি নাম পাওয়া যায়, তা হলো
. কর্তৃ বা কর্তা কারক : nominative case
. কর্ম কারক accusative case
. করণ কারক : instrumental case
. অপাদান কারক : ablative case
. অধিকরণ কারক : locative case
. সম্বন্ধ পদ (বাংলাতে কারক নয়) : genitive case, Possessive case
. সম্বোধন পদ (বাংলাতে কারক নয়) : vocative case
. সম্প্রদান কারক : dative case
বাংলায় কারক প্রকার-
. কর্তৃ কারক
. কর্ম কারক
. করণ কারক
. সম্প্রদান কারক
. অপাদান কারক
. অধিকরণ কারক
নিচে কারক নির্ণয়ের উপায় সংক্ষেপে ছক আকারে দেয়া হলো-
ক্রিয়াকে প্রশ্ন
উত্তর যে কারক
কে, কারা?
কর্তৃকারক
কী, কাকে?
কর্মকারক
কী দিয়ে?
করণকারক
কাকে দান করা হল?
সম্প্রদান কারক
কি হতে বের হল?
অপাদান কারক
কোথায়, কখন, কী বিষয়ে?
অধিকরণ কারক

No comments

Powered by Blogger.