7. প্রশ্ন: তুমি ‘আমরা কুঁড়ি’ সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এখন প্রত্যয়নপত্রের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

উত্তর:
নভেম্বর ১৫২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
সাভার প্রাথমিক বিদ্যালয়
সাভারঢাকা।
বিষয়: প্রত্যয়নপত্রের জন্য আবেদন।
জনাব,

সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমরা কুঁড়ি
সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন।
অতএবআপনার কাছে আবেদনআমাকে একটি প্রত্যয়নপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত
নাহিদা
শ্রেণি: পঞ্চম
সাভার প্রাথমিক বিদ্যালয়সাভারঢাকা।

No comments

Powered by Blogger.