3. প্রশ্ন: তোমরা শিক্ষার্থীরা টাঙ্গাইলের তাঁতশিল্পকারখানা পরিদর্শনে যেতে চাও এ বিষয়ে অনুমতি ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৭, ২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
রতনপুর প্রাথমিক বিদ্যালয়
রতনপুর, মানিকগঞ্জ।
বিষয়: তাঁতশিল্প কারখানা পরিদর্শনের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকারখানা পরিদর্শনে যেতে একান্ত আগ্রহী। আপনার তত্ত্বাবধানে টাঙ্গাইলের বাজিতপুর
তাঁতশিল্প কারখানা পরিদর্শনের ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকব।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।
বিনীত
শিক্ষার্থীদের পক্ষে—
কাশেম, পঞ্চম শ্রেণি, রোল নম্বর-১০।
No comments