৩. বিদেশি উপসর্গ কাকে বলে? উদাহরণ সহ লিখ

বিভিন্ন বিদেশি ভাষার সঙ্গে সঙ্গে সে সব ভাষার কিছু কিছু উপসর্গও বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই সব বিদেশি ভাষার উপসর্গগুলোই বিদেশি উপসর্গ। তবে এই উপসর্গগুলো বাংলা বা সংস্কৃত উপসর্গের মতো নিয়ম মানে না। এগুলো যে কোন শব্দের সঙ্গেই যুক্ত হতে পারে। বিদেশি উপসর্গের কোন নির্দিষ্ট সংখ্যা নেই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি শব্দের মতোই নতুন নতুন বিদেশি উপসর্গও বাংলায় গৃহীত হচ্ছে। কিছু
গুরুত্বপূর্ণ বিদেশি উপসর্গ নিচে দেয়া হলো-
কার
দর
না
নিম
ফি
বদ
বে
বর
কম
ফারসি উপসর্গ-
ফারসি উপসর্গের প্রয়োগ-
উপসর্গ
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
কার
কাজ
কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি
দর
মধ্যস্থ, অধীন
দরপত্তনী, দরপাট্টা, দরদালান
না
না
নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক
নিম
আধা
নিমরাজি, নিমখুন
ফি
প্রতি
ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস
বদ
মন্দ
বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম
বে
না
বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার
বর
বাইরে, মধ্যে
বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ
সহিত
বমাল, বনাম, বকলম
১০
কম
স্বল্প
কমজোর, কমবখত
আরবি উপসর্গ-
উপসর্গ
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
আম
সাধারণ
আমদরবার, আমমোক্তার
খাস
বিশেষ
খাসমহল, খাসখবর, খাসকামরা, খাসদরবার
লা
না
লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা
গর
অভাব
গরমিল, গরহাজির, গররাজি
ইংরেজি উপসর্গ-
উপসর্গ
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
ফুল
পূর্ণ
ফুলহাতা, ফুলশার্ট, ফুলবাবু, ফুলপ্যান্ট
হাফ
আধা
হাফহাতা, হাফটিকেট, হাফস্কুল, হাফপ্যান্ট
হেড
প্রধান
হেডমাস্টার, হেডঅফিস, হেডপন্ডিত, হেডমৌলভী
সাব
অধীন
সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর
উর্দু- হিন্দি উপসর্গ-
উপসর্গ
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
হর
প্রত্যেক
হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশাহরেক

No comments

Powered by Blogger.