11. প্রশ্ন: তোমার বাবা বিরামপুরে বদলি হয়েছেন। বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমার বর্তমান বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন। এখন বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদানের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

উত্তর:
নভেম্বর ১৪২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
অভয়নগর প্রাথমিক বিদ্যালয়অভয়নগর।
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা
বিরামপুর বদলি হয়ে গেছেন। তাই আমাকেও বিরামপুর চলে যেতে হচ্ছে। সেখানে বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে আমার ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ওই বিদ্যালয়ে ভর্তির জন্য আমার বর্তমান বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন।
অতএবআমার অসুবিধার কথা বিবেচনা করে অত্র বিদ্যালয় থেকে একটি ছাড়পত্র প্রদান করে বাধিত করতে মহোদয়ের আজ্ঞা হয়।
বিনীত
আপনারই একান্ত বাধ্যগত ছাত্র
শাকিল
পঞ্চম শ্রেণি: রোল নম্বর ২
পিতার নাম: সুলতান উদ্দিন
মাতার নাম: সুলতানা রাজিয়া।

No comments

Powered by Blogger.